তুহীন বিশ্বাস : পাপড়িগুলো বিবর্ণ কুৎসিত অদ্ভুত আঁকার-
প্রতিটি ভাঁজে ভাঁজে শুয়ো পোকার বিচরণ,
বিষ ছড়িয়েছে শাখা-প্রশাখা, পত্রপল্লবে
মূলে পচন ধরে শক্তিহীন নিস্তেজ!
বিষন্ন মালী, স্বরূপে ফেরাতে ব্যর্থ প্রচেষ্টা-
অতঃপর অপেক্ষা একটি করুণ মুহুর্তের,
অপরিপক্ক অপ্রাপ্ত সুগন্ধি পাপড়িতে দুর্গন্ধ!
নির্বাসিত স্বপ্ন, নিরব নিস্তব্ধ বিবর্ণ অস্তিত্ব।