মহিউদ্দিন বিন জুবায়েদ : রাতের বেলা জেগে থাকি তারা যেমন থাকে
হিজলতলার ছবিগুলো কোন শিল্পী আঁকে।
শিশির জমে ঘাসের বুকে সরুপথটি ঘেষে
রোদের পরশ পেয়ে বুঝি সবাই ওঠে হেসে।
ঘুম আসে না ভাবতে থাকি স্বপ্ন আঁকি মনে
পদ্য লেখার জন্য ফিরি বাতাই শাকের বনে।
গাঙ পেরিয়ে বিলের ধারে শাপলা ফুলের ছবি
মনের খাতায় আঁকতে গিয়েই হলাম বুঝি কবি।
শেষ রাতে যেই একটু ঘুমাই ছড়াকে দেই ছুটি
গাঁয়ের পাখির কিচিরমিচি ছন্দ ছড়ার জুঁটি।
বনের মায়া পাখির গানে সকাল সকাল ওঠে
বকুলতলা ফুল কুড়াতে মন যে আমার ছুটে