ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

স্কুলে ফিরছে সিরিয়ার শিশুরা

  • আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

সিরিয়ায় স্কুল খুলেছে/ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : স্কুলে ফিরতে শুরু করেছে সিরিয়ার শিশুরা। দেশটির অন্তর্র্বতী সরকার স্কুলগুলো পুনরায় চালুর নির্দেশ দেওয়ার পর পরই শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে শুরু করেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে দামেস্কের একটি স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল হয়ে অপেক্ষা করতে দেখা গেছে। খবর আল জাজিরার।
জাওদাত আল-হাশেমি স্কুলের সেক্রেটারি রায়েদ নাসের বলেন, সবকিছু ভালো আছে। আমরা সম্পূর্ণরূপে কাজে ফিরতে পারবো। আমরা শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য স্কুলের প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে দু-তিনদিন ধরে কাজ করেছি। ওই স্কুলটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি। সালাহ আল দিন দিয়াব নামের এক শিক্ষার্থী বেশ আনন্দ নিয়ে বলছিল, আমি খুব খুশি। আমি ভয়ে রাস্তায় হাঁটতাম যে আমাকে সামরিক চাকরিতে ভর্তি করা হবে। যখন আমি একটি চেকপয়েন্টে পৌঁছাতাম তখন ভয় পেতাম।
এদিকে সিরিয়ার অন্তর্র্বতী সরকারের পরিবহনমন্ত্রী বাহা আল-দিন শর্ম বলেন, সিরিয়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দেবে। তিনি বলেন, আমরা বেসামরিক বিমানবন্দরগুলো প্রস্তুতের জন্য কাজ করছি। রাজধানী দামেস্ক এবং আলেপ্পো শহরে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পুনরায় চালুর তারিখও কিছুদিনের মধ্যে ঘোষণা হবে বলে উল্লেখ করেন বাহা আল-দিন শর্ম।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির ক্ষমতা গ্রহণ করে অন্তর্র্বতী সরকার। দেশটিতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া’ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে আট আরব দেশ। শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, নতুন সিরীয় সরকারে ‘সব রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ‘জাতিগত, সাম্প্রদায়িক বা ধর্মীয় বৈষম্য’ রোধের এবং ‘সব নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা’ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্কুলে ফিরছে সিরিয়ার শিশুরা

আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : স্কুলে ফিরতে শুরু করেছে সিরিয়ার শিশুরা। দেশটির অন্তর্র্বতী সরকার স্কুলগুলো পুনরায় চালুর নির্দেশ দেওয়ার পর পরই শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে শুরু করেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে দামেস্কের একটি স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল হয়ে অপেক্ষা করতে দেখা গেছে। খবর আল জাজিরার।
জাওদাত আল-হাশেমি স্কুলের সেক্রেটারি রায়েদ নাসের বলেন, সবকিছু ভালো আছে। আমরা সম্পূর্ণরূপে কাজে ফিরতে পারবো। আমরা শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য স্কুলের প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে দু-তিনদিন ধরে কাজ করেছি। ওই স্কুলটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি। সালাহ আল দিন দিয়াব নামের এক শিক্ষার্থী বেশ আনন্দ নিয়ে বলছিল, আমি খুব খুশি। আমি ভয়ে রাস্তায় হাঁটতাম যে আমাকে সামরিক চাকরিতে ভর্তি করা হবে। যখন আমি একটি চেকপয়েন্টে পৌঁছাতাম তখন ভয় পেতাম।
এদিকে সিরিয়ার অন্তর্র্বতী সরকারের পরিবহনমন্ত্রী বাহা আল-দিন শর্ম বলেন, সিরিয়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দেবে। তিনি বলেন, আমরা বেসামরিক বিমানবন্দরগুলো প্রস্তুতের জন্য কাজ করছি। রাজধানী দামেস্ক এবং আলেপ্পো শহরে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পুনরায় চালুর তারিখও কিছুদিনের মধ্যে ঘোষণা হবে বলে উল্লেখ করেন বাহা আল-দিন শর্ম।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির ক্ষমতা গ্রহণ করে অন্তর্র্বতী সরকার। দেশটিতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া’ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে আট আরব দেশ। শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, নতুন সিরীয় সরকারে ‘সব রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ‘জাতিগত, সাম্প্রদায়িক বা ধর্মীয় বৈষম্য’ রোধের এবং ‘সব নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা’ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।