বিনোদন ডেস্ক: ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইতে আসছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত ‘ইকোস অব রেভোল্যুশন’ নামের এই কনসার্ট নিয়ে ইতিমধ্যে দিনক্ষণ গুনতে শুরু করেছেন শ্রোতাদর্শকরা! গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে কনসার্টের টিকেট বিক্রি! কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে ‘ইকোস অব রেভোল্যুশন’ এর টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ভিআইপি টিকেটের দাম ১০ হাজার টাকা, ফ্রন্ট রো টিকেটের দাম সাড়ে ৪ হাজার টাকা এবং জেনারেল টিকেটের দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা!
কনসার্টের টিকেট বিক্রি নিয়ে নতুন করে প্রমোশন দেখা গেল শনিবার। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহসহ অনেককে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্ট নিয়ে কথা বলতে দেখা গেছে। ফেসবুকে কনসার্ট উপভোগ করতে নিজের নামে ক্রয় করা টিকেট-এর ছবিও পোস্ট করেছেন হাসনাত। নিজের টিকেটের কপি পোস্ট করে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে সবাইকে টিকেট কেনারও আহ্বান করেন এই ছাত্রনেতা।
ঢাকায় বিনাপারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ