প্রযুক্তি ডেস্ক: ভিডিও গেইমের সবচেয়ে বড় পুরস্কার ও এ খাতের অস্কার নামে খ্যাত ‘দ্য গেইম অ্যাওয়ার্ডস’-এ বছরের সেরা গেইমের খেতাব জিতেছে সার্ভাইভাল ঘরানার গেইম অ্যাস্ট্রো বট।
ফাইনাল ফ্যান্টাসি ৭ রিবার্থ, ‘ব্ল্যাক মিথ: উকং’, ‘মেটাফোর: রেফ্যান্টাজিও এলডেন রিং: শ্যাডো অফ দ্য ইর্ডট্রি’ এবং ‘বালাত্রো’র মতো সেরা গেইম হিসাবে মনোনীত হয়েছে প্লেস্টেশনের রংচঙে প্ল্যাটফর্মের গেইমটি। পুরস্কারের ট্রফি গ্রহণ করে ও প্লেস্টেশন প্রতিদ্বন্দ্বী নিনটেন্ডোকে শ্রদ্ধা জানাতে মঞ্চে হাজির হন গেইমটির নির্মাতা ‘টিম অ্যাসোবি’র স্টুডিও প্রধান নিকোলাস ডুসেট। সেরা গেইম ছাড়াও অ্যাস্ট্রো বট আরও তিনটি পুরস্কার জিতেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। সেগুলো হল, ‘সেরা ফ্যামিলি গেইম’, ‘সেরা অ্যাকশন/অ্যাডভেঞ্চার’ ও ‘সেরা গেইম ডিরেকশন’।
কার্ড গেইম, আরপিজি ও চীনের প্রাচীন মিথ: পোকার থিমওয়ালা ইন্ডি হিট ‘বালাত্রো’র জন্যও দারুণ এক রাত ছিল, সেরা মোবাইল গেইমসহ আরও তিনটি পুরস্কার জিতেছে গেইমটি। জাপানি গেইম নির্মাতাদের শক্তিশালী এক রাতে রোল প্লেইং গেইম ‘মেটাফোর: রেফ্যান্টাজিও’ গেইমটিও জিতেছে তিনটি পুরষ্কার। প্রাচীন চীনা লোকগল্পের ভিত্তিতে তৈরি ‘ব্ল্যাক মিথ: উকং’ গেইমটি আবারও ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয় প্রমাণিত হয়েছে। সবার ভোটে ‘প্লেয়ার্স ভয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে গেইমটি।
এদিকে, ‘ফাইনাল ফ্যান্টাসি ৭: রিবার্থ’ গেইমটির জন্য অনুষ্ঠানটি ছিল হতাশাজনক। সাতটি বিভাগে মনোনীত হলেও কেবল সেরা সঙ্গীতের ট্রফিটি ঘরে তুলতে পেরেছে এ গেইম। অ্যাওয়ার্ড শো’তে নানা অঘটনই ঘটে থাকে। তবে, একই মঞ্চে পুরো অর্কেস্ট্রার সঙ্গে স্নুপ ডগকে দেখা সম্ভবত কারও কল্পনাতেও থাকবে না। আদতে, সেটিই ঘটেছে এই আয়োজনে। ‘হেলডাইভারস ২’ গেইমকে সেরা অনগোইং গেমের পুরস্কার দেওয়ার পাশাপাশি নিজের নতুন গান পরিবেশন করতে মঞ্চে আসেন স্নুপ।
সেলিব্রিটিদের অবাক করা উপস্থিতি ছাড়া গেইম খাতের সবচেয়ে জমকালো রাত কীভাবে শেষ হতে পারে? মঞ্চে দেখায় যায় বিখ্যাত ইন্ডিয়ানা জোনসের চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডকে। তার সঙ্গে ছিলেন ট্রয় বেকার, যিনি সিনেমা সিরিজটির ওপর তৈরি সাম্প্রতিক গেইমে ইন্ডিয়ানা জোনসের চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে, গেইম খাতের সবচেয়ে প্রত্যাশিত দুটি বিষয় ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ এবং নিনটেন্ডো’র পরবর্তী কনসোল বিষয়ে অনুষ্ঠানে তেমন কোনো তথ্য ছিল না বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। প্লেস্টেশন স্টুডিও নটি ডগ, যারা ‘দ্য লাস্ট অফ আস’, ‘আনচার্টেড’সহ জনপ্রিয় কিছু গেইম শিরোনামের জন্য বিখ্যাত নিজেদের নতুন গেইমের ঘোষণা দিয়েছে। ‘ইন্টারগ্যাল্যাকটিক: দ্য হেরেটিক প্রফেট’ নামের গেইমটির জমকালো ট্রেইলার মুক্তি পেয়েছে অনুষ্ঠানে।
গেইম চেঞ্জার্স: দ্য গেম অ্যাওয়ার্ডস সম্পর্কে একটি অভিযোগ হল, এটি প্রায়ই গেইম খাতের বিস্তৃত সমস্যা স্বীকারে ব্যর্থ হয়। বিশ্বব্যাপী ব্যাপক ছাঁটাইয়ের পটভূমিতে, যে প্রবণতা এখনও অব্যাহত রয়েছে, গত বছর সমালোচকরা বিজয়ীদের কথা বলার জন্য মঞ্চে আরও বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এ বছরের আয়োজনের প্রথম যুক্ত হয়েছে নতুন ‘গেইম চেঞ্জার্স অ্যাওয়ার্ড’। এ বিভাগে পুরস্কার জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেনসেন্ট গেইমসের একজন পরিচালক আমির সাতভাত। সম্প্রতি ছাঁটাই হওয়া গেইম ডেভেলপারদের নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করার জন্য একটি ব্যক্তিগত প্রকল্প চালু করেন তিনি। আমি ছোটবেলা থেকে সবসময় শুধু এটিই চেয়েছি, বড় হয়ে যেন ভিডিও গেইম খাতের অংশ হতে পারি। আবেগঘন বক্তৃতায় বলেন সাতভাত।
এআই নিয়ে সুরক্ষা এবং কাজের পরিবেশ নিয়ে ভিডিও গেইম অভিনেতাদের চলমান ধর্মঘটের মধ্যেই আয়োজিত হয়েছে এ বছরের অনুষ্ঠানটি। অভিনয় শিল্পীদের ইউনিয়ন স্যাগ-আফট্রা ও সাউথ ক্যালিফোর্নিয়ার গেইম কর্মীরা ঘোষণা দেন, এ বছর আয়োজনের স্থান পিকক থিয়েটারের বাইরে তারা লিফলেট বিতরণ করবেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গেইম অ্যাওয়ার্ডস ২০২৪: সেরা গেইম ‘অ্যাস্ট্রো বট’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ