ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে অনুরোধ জাতিসংঘ মহাসচিবের

  • আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের কয়েক শ বিমান হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সিরিয়াজুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। এ দিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকিগুলো ‘থামানোর’ চেষ্টা করছে।
প্রসঙ্গত, স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ লাতাকিয়া ও তারতুসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতুসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া তারতুসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার–ব্যবস্থায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্রও হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজোরের সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দর। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত রোববার বাশার আল-আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর পতনের পরপরই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বলেছে, সবশেষ ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ায় ৪৮০টির বেশি হামলা চালিয়েছে। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তারতুস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহর। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তারা রোববার থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুর্গম চরের শ্রমজীবী নারীরা প্রশিক্ষণ নিয়ে হচ্ছেন স্বাবলম্বী

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে অনুরোধ জাতিসংঘ মহাসচিবের

আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের কয়েক শ বিমান হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সিরিয়াজুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। এ দিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকিগুলো ‘থামানোর’ চেষ্টা করছে।
প্রসঙ্গত, স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ লাতাকিয়া ও তারতুসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতুসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া তারতুসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার–ব্যবস্থায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্রও হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজোরের সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দর। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত রোববার বাশার আল-আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর পতনের পরপরই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বলেছে, সবশেষ ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ায় ৪৮০টির বেশি হামলা চালিয়েছে। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তারতুস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহর। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তারা রোববার থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে।