ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

তিনশর বেশি রান প্রয়োজন ছিল: মিরাজ

  • আপডেট সময় : ০৬:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচে ২৯৪ রানের পুঁজি নিয়েও লড়াই খুব একটা জমাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ সেই একই উইকেটে। রান তাই আরেকটু বেশিই প্রয়োজন ছিল। কিন্তু হলো উল্টো। আগের ম্যাচের ধারেকাছেও এবার যেতে পারল না বাংলাদেশ। ম্যাচ তো কার্যত ওখানেই শেষ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকেই। সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের জয় পায় ১৪ বল বাকি রেখে। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার আবার টস জিতে কাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। জেডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ শুরুতে উইকেট হারায় টপাটপ। পরে টুকটাক প্রতিরোধ হলেও কোনোটি জমে ওঠেনি সেভাবে। ১১৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অষ্টম উইকেটে বাংলাদেশের রেকর্ড ৯৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও তানজিম হাসান। বিপর্যয় কাটিয়ে ২২৭ রান পর্যন্ত যেতে পারে দল। তবে ব্যাটিংবান্ধব উইকেটে এই রান নিয়ে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই একশ ছাড়ান ব্র্যান্ডন কিং ও এভিন লুইস। চার ছক্কায় ৪৯ করে লুইস আউট হন, কিং করেন ৭৬ বলে ৮২। তিনে নামা কেসি কার্টির ব্যাট থেকে আসে ৪৫। ৭৯ বল বাকি রেখেই ক্যারিবিয়ানরা জিতে যায় ৭ উইকেটে। ১০ বছর পর তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারল।
ম্যাচের পর অধিনায়ক মিরাজ বললেন, তিনশর বেশি রান প্রয়োজন ছিল এই উইকেটে। “মাঝের ওভারগুলোয় আমরা অবশ্যই ভালো ব্যাট করতে পারিনি। তেমন কোনো জুটি পাইনি আমরা, পিঠেপিঠি উইকেট পড়েছে বারবার। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) সত্যিই ভালো করেছে। তবে ভুল আমাদেরই ছিল (ব্যাটিংয়ে)।” “ওরা সত্যিই খুব ভালো বল করেছে। বিশেষ করে সিলসকে কৃতিত্ব দিতেই হবে। সে খুব ভালো করেছে এবং আমরা রান করতে পারিনি। সম্ভবত ২০ রান ৪ উইকেট পড়েছে, এটাই ছিল সমস্যা। তার পরও আমাদের ভাবনা ছিল যে ঘুরে দাঁড়াতে পারব। তবে শেষ পর্যন্ত এই ধরনের উইকেটে এই ২২৮ রান যথেষ্ট নয়। তিনশর বেশি রান হলে ভালো হতো এরকম উইকেটে।” ২২৭ রানের পুঁজি নিয়ে বোলারদের সুযোগ ছিল খুবই কম। বোলারদের দিকে আঙুল তুলছেন না অধিনায়কও। আবারও দায় দিলেন তিনি ব্যাটিংকেই। “আমার মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ভালো বল করেছি। বিশেষ করে, রানা ভালো করেছে। কিছু জায়গায় উন্নতি করতে হবে আমাদের। তবে ২২৮ রান নিয়ে এই ধরনের উইকেটে বোলারদের কাজ কঠিন।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

তিনশর বেশি রান প্রয়োজন ছিল: মিরাজ

আপডেট সময় : ০৬:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচে ২৯৪ রানের পুঁজি নিয়েও লড়াই খুব একটা জমাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ সেই একই উইকেটে। রান তাই আরেকটু বেশিই প্রয়োজন ছিল। কিন্তু হলো উল্টো। আগের ম্যাচের ধারেকাছেও এবার যেতে পারল না বাংলাদেশ। ম্যাচ তো কার্যত ওখানেই শেষ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকেই। সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের জয় পায় ১৪ বল বাকি রেখে। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার আবার টস জিতে কাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। জেডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ শুরুতে উইকেট হারায় টপাটপ। পরে টুকটাক প্রতিরোধ হলেও কোনোটি জমে ওঠেনি সেভাবে। ১১৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অষ্টম উইকেটে বাংলাদেশের রেকর্ড ৯৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও তানজিম হাসান। বিপর্যয় কাটিয়ে ২২৭ রান পর্যন্ত যেতে পারে দল। তবে ব্যাটিংবান্ধব উইকেটে এই রান নিয়ে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই একশ ছাড়ান ব্র্যান্ডন কিং ও এভিন লুইস। চার ছক্কায় ৪৯ করে লুইস আউট হন, কিং করেন ৭৬ বলে ৮২। তিনে নামা কেসি কার্টির ব্যাট থেকে আসে ৪৫। ৭৯ বল বাকি রেখেই ক্যারিবিয়ানরা জিতে যায় ৭ উইকেটে। ১০ বছর পর তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারল।
ম্যাচের পর অধিনায়ক মিরাজ বললেন, তিনশর বেশি রান প্রয়োজন ছিল এই উইকেটে। “মাঝের ওভারগুলোয় আমরা অবশ্যই ভালো ব্যাট করতে পারিনি। তেমন কোনো জুটি পাইনি আমরা, পিঠেপিঠি উইকেট পড়েছে বারবার। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) সত্যিই ভালো করেছে। তবে ভুল আমাদেরই ছিল (ব্যাটিংয়ে)।” “ওরা সত্যিই খুব ভালো বল করেছে। বিশেষ করে সিলসকে কৃতিত্ব দিতেই হবে। সে খুব ভালো করেছে এবং আমরা রান করতে পারিনি। সম্ভবত ২০ রান ৪ উইকেট পড়েছে, এটাই ছিল সমস্যা। তার পরও আমাদের ভাবনা ছিল যে ঘুরে দাঁড়াতে পারব। তবে শেষ পর্যন্ত এই ধরনের উইকেটে এই ২২৮ রান যথেষ্ট নয়। তিনশর বেশি রান হলে ভালো হতো এরকম উইকেটে।” ২২৭ রানের পুঁজি নিয়ে বোলারদের সুযোগ ছিল খুবই কম। বোলারদের দিকে আঙুল তুলছেন না অধিনায়কও। আবারও দায় দিলেন তিনি ব্যাটিংকেই। “আমার মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ভালো বল করেছি। বিশেষ করে, রানা ভালো করেছে। কিছু জায়গায় উন্নতি করতে হবে আমাদের। তবে ২২৮ রান নিয়ে এই ধরনের উইকেটে বোলারদের কাজ কঠিন।”