ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

জাপানি মা ও দুই শিশুকে নিয়ে তৈরি সব কনটেন্ট সরানোর নির্দেশ

  • আপডেট সময় : ১১:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাপানি নাগরিক নাকানো এরিকো, তার দুই শিশু সন্তান ও দুই শিশুর পিতাকে নিয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত সব ভিডিও ও কনটেন্ট সরাতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই নির্দেশ দিয়েছেন। এরিকোর করা এক আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, জাপানি মা নাকানো এরিকো আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়েদের সঙ্গে রাতে থাকতে এবং তাদেরকে নিয়ে বাসার বাইরে ঘুরতে ও মার্কেটে যেতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি জানিয়েছেন এরিকোর আইনজীবী মোহাম্মাদ শিশির মনির। এই আইনজীবী বলেন, আদালতের নির্দেশে বর্তমানে বাবা-মাসহ রাজধানীর গুলশানের চার কক্ষ বিশিষ্ট একটি বাসায় রয়েছে জাপানি দুই মেয়ে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। এর আগে গত ৩১ আগস্ট এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেন বাবা-মাসহ দুই মেয়ে গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় থাকবনে। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ফ্লাটের ভাড়া উভয়পক্ষ বহন করবে। সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধান করবেন। প্রয়োজনে এ কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রিযাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বলা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশ দেবেন আদালত। তবে এ সময়ে হাইকোর্ট পুরো বিষয়টি নজরে রাখবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি মা ও দুই শিশুকে নিয়ে তৈরি সব কনটেন্ট সরানোর নির্দেশ

আপডেট সময় : ১১:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : জাপানি নাগরিক নাকানো এরিকো, তার দুই শিশু সন্তান ও দুই শিশুর পিতাকে নিয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত সব ভিডিও ও কনটেন্ট সরাতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই নির্দেশ দিয়েছেন। এরিকোর করা এক আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, জাপানি মা নাকানো এরিকো আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়েদের সঙ্গে রাতে থাকতে এবং তাদেরকে নিয়ে বাসার বাইরে ঘুরতে ও মার্কেটে যেতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি জানিয়েছেন এরিকোর আইনজীবী মোহাম্মাদ শিশির মনির। এই আইনজীবী বলেন, আদালতের নির্দেশে বর্তমানে বাবা-মাসহ রাজধানীর গুলশানের চার কক্ষ বিশিষ্ট একটি বাসায় রয়েছে জাপানি দুই মেয়ে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। এর আগে গত ৩১ আগস্ট এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেন বাবা-মাসহ দুই মেয়ে গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় থাকবনে। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ফ্লাটের ভাড়া উভয়পক্ষ বহন করবে। সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধান করবেন। প্রয়োজনে এ কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রিযাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বলা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশ দেবেন আদালত। তবে এ সময়ে হাইকোর্ট পুরো বিষয়টি নজরে রাখবেন।