ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ব্যাংককে মাদক পার্টি ভেঙে দিলো পুলিশ, অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

  • আপডেট সময় : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :থাইল্যান্ডের পুলিশ ব্যাংককের একটি হোটেলে মাদক পার্টি ভেঙে ১২০ জনকে অন্তর্বাস পরা অবস্থায় আটক করেছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক। পনসা জানান, রবিবার ভোরে শহরের কেন্দ্রস্থলের একটি হোটেলের কক্ষে মাদক পার্টি চলার বিষয়ে পুলিশ তথ্য পায়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।
অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটককৃতদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পনসা আরও বলেন, আটককৃতদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন। মাদকদ্রব্য রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। দক্ষিণপূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট হিসেবে পরিচিত থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপ প্রায়শই দেখা যায়। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি)-এর তথ্য অনুসারে, গত বছর পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে রেকর্ড পরিমাণ ১৯০ টন মেথামফেটামিন জব্দ করা হয়েছে। থাইল্যান্ডের কঠোর মাদকবিরোধী আইনের অধীনে এক্সট্যাসি ও কেটামিনের মতো ক্যাটাগরি ওয়ান মাদকদ্রব্য বহনের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যাংককে মাদক পার্টি ভেঙে দিলো পুলিশ, অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

আপডেট সময় : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক :থাইল্যান্ডের পুলিশ ব্যাংককের একটি হোটেলে মাদক পার্টি ভেঙে ১২০ জনকে অন্তর্বাস পরা অবস্থায় আটক করেছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক। পনসা জানান, রবিবার ভোরে শহরের কেন্দ্রস্থলের একটি হোটেলের কক্ষে মাদক পার্টি চলার বিষয়ে পুলিশ তথ্য পায়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।
অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটককৃতদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পনসা আরও বলেন, আটককৃতদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন। মাদকদ্রব্য রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। দক্ষিণপূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট হিসেবে পরিচিত থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপ প্রায়শই দেখা যায়। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি)-এর তথ্য অনুসারে, গত বছর পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে রেকর্ড পরিমাণ ১৯০ টন মেথামফেটামিন জব্দ করা হয়েছে। থাইল্যান্ডের কঠোর মাদকবিরোধী আইনের অধীনে এক্সট্যাসি ও কেটামিনের মতো ক্যাটাগরি ওয়ান মাদকদ্রব্য বহনের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।