ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে হারিয়ে গেলেন জঙ্গলে

  • আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : নতুন কোথাও যেতে এখন হরহামেশা গুগল ম্যাপের ব্যবহার হচ্ছে। তবে ভারতের জনপ্রিয় পর্যটন এলাকা গোয়ায় যাওয়ার পথে গুগল ম্যাপ দেখে বিকল্প রাস্তা ব্যবহার করে বিপাকে পড়েছে বিহারের একটি পরিবার। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিহার রাজ্যের ওই পরিবার গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিল। একপর্যায়ে গুগল ম্যাপে দেখানো বিকল্প একটি সড়ক ধরে এগোতে থাকে তারা। কিছু সময় পর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের খানাপুর তালুকের ভীমগড়ের গহিন জঙ্গলে নিজেদের আবিষ্কার করে পরিবারটি। শেষ পর্যন্ত রাতভর জঙ্গলে কাটানোর পর জরুরি পরিষেবার সদস্যরা তাদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার। বিহারের বাসিন্দা রাজদাস রঞ্জিতাদাস (২৮) ও তাঁর স্ত্রী গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক দম্পতি। একপর্যায়ে সময় বাঁচাতে গুগল ম্যাপে দেখানো বিকল্প সড়ক অনুসরণ করে এগোতে থাকেন তাঁরা। ভাঙাচোরা সড়কটি জঙ্গলের গহিনে গিয়ে শেষ হয়। সেখানে ছিল না কোনো মুঠোফোন নেটওয়ার্ক। এতে নিজেদের অবস্থানও শনাক্ত করা যাচ্ছিল না। এরই মধ্যে রাত হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে গাড়িতে অবস্থান করেন তাঁরা। গাড়িতেই কাটে তাঁদের রাত। পরদিন ভোর হতেই হাঁটতে শুরু করেন গাড়ির আরোহীরা। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর মুঠোফোনে নেটওয়ার্ক আসে। এরপর জরুরি পরিষেবা নম্বর ১১২-এ কল করে সাহায্য চান তাঁরা। বেলাগাভি জেলা পুলিশ খানাপুর পুলিশকে বিষয়টি জানায়। তারা জিপিএস ব্যবহার করে পরিবারটির অবস্থান শনাক্ত করে এবং আশপাশের গ্রামের বাসিন্দাদের সহায়তা নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। খানাপুর থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ৩১ কিলোমিটার দূর থেকে পরিবারটিকে উদ্ধার করা হয়। মূল সড়কে পৌঁছে দেওয়ার আগে তাঁদের জন্য খাবার ও পানি দেওয়া হয়। পুলিশ জানায়, পরিবারটির সৌভাগ্য যে তারা মুঠোফোন নেটওয়ার্কের মধ্যে আসতে পেরেছে। ওই এলাকায় বিভিন্ন ধরনের বন্য প্রাণীর আনাগোনা রয়েছে। সম্প্রতি স্থানীয় এক কৃষক ভালুকের হামলায় আহত হন। পুলিশ আরও জানিয়েছে, গুগল ম্যাপের কারণে এর আগেও অনেকে পথ ভুলে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে হারিয়ে গেলেন জঙ্গলে

আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

প্রযুক্তি ডেস্ক : নতুন কোথাও যেতে এখন হরহামেশা গুগল ম্যাপের ব্যবহার হচ্ছে। তবে ভারতের জনপ্রিয় পর্যটন এলাকা গোয়ায় যাওয়ার পথে গুগল ম্যাপ দেখে বিকল্প রাস্তা ব্যবহার করে বিপাকে পড়েছে বিহারের একটি পরিবার। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিহার রাজ্যের ওই পরিবার গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিল। একপর্যায়ে গুগল ম্যাপে দেখানো বিকল্প একটি সড়ক ধরে এগোতে থাকে তারা। কিছু সময় পর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের খানাপুর তালুকের ভীমগড়ের গহিন জঙ্গলে নিজেদের আবিষ্কার করে পরিবারটি। শেষ পর্যন্ত রাতভর জঙ্গলে কাটানোর পর জরুরি পরিষেবার সদস্যরা তাদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার। বিহারের বাসিন্দা রাজদাস রঞ্জিতাদাস (২৮) ও তাঁর স্ত্রী গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক দম্পতি। একপর্যায়ে সময় বাঁচাতে গুগল ম্যাপে দেখানো বিকল্প সড়ক অনুসরণ করে এগোতে থাকেন তাঁরা। ভাঙাচোরা সড়কটি জঙ্গলের গহিনে গিয়ে শেষ হয়। সেখানে ছিল না কোনো মুঠোফোন নেটওয়ার্ক। এতে নিজেদের অবস্থানও শনাক্ত করা যাচ্ছিল না। এরই মধ্যে রাত হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে গাড়িতে অবস্থান করেন তাঁরা। গাড়িতেই কাটে তাঁদের রাত। পরদিন ভোর হতেই হাঁটতে শুরু করেন গাড়ির আরোহীরা। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর মুঠোফোনে নেটওয়ার্ক আসে। এরপর জরুরি পরিষেবা নম্বর ১১২-এ কল করে সাহায্য চান তাঁরা। বেলাগাভি জেলা পুলিশ খানাপুর পুলিশকে বিষয়টি জানায়। তারা জিপিএস ব্যবহার করে পরিবারটির অবস্থান শনাক্ত করে এবং আশপাশের গ্রামের বাসিন্দাদের সহায়তা নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। খানাপুর থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ৩১ কিলোমিটার দূর থেকে পরিবারটিকে উদ্ধার করা হয়। মূল সড়কে পৌঁছে দেওয়ার আগে তাঁদের জন্য খাবার ও পানি দেওয়া হয়। পুলিশ জানায়, পরিবারটির সৌভাগ্য যে তারা মুঠোফোন নেটওয়ার্কের মধ্যে আসতে পেরেছে। ওই এলাকায় বিভিন্ন ধরনের বন্য প্রাণীর আনাগোনা রয়েছে। সম্প্রতি স্থানীয় এক কৃষক ভালুকের হামলায় আহত হন। পুলিশ আরও জানিয়েছে, গুগল ম্যাপের কারণে এর আগেও অনেকে পথ ভুলে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন।