ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

শূন্য পুঁজিতে অল্প সময়েই উদ্যোক্তা তামান্না স্বাবলম্বী

  • আপডেট সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: শূন্য মানে একদমই শূন্য পুঁজি নিয়ে এক যুগ আগে গহনার ব্যবসা শুরু করেছিলেন তাহসিন তামান্না। তাও কোনো প্রাতিষ্ঠানিকভাবে নয়, তার ব্যবসাটি ছিল অনলাইনভিত্তিক জুয়েলারি পেজ।
মাত্র পনেরো বছর বয়সেই শুধু গহনার প্রতি ভালোবাসা এবং আগ্রহ থেকে ২০১২ সালে তিনি শুরু করেন অনলাইনে জুয়েলারির ব্যবসা, যেটির নাম ‘টি জেড’স স্টোর। ব্যবসা সম্পর্কে খুব স্বল্প জ্ঞান নিয়ে অনলাইনে শুরু করা সেই ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করতে শুরু করে এবং মুনাফার মুখ দেখেন। ছয় থেকে ষাট, কন্যা থেকে মা- সব বয়সি নারীর পছন্দ হয়ে ওঠে চমৎকার গুণগত সম্পন্ন সেসব জুয়েলারি প্রডাক্ট। আর অল্প সময়েই তামান্না হয়ে উঠেন স্বাবলম্বী।
এক দশকেরও বেশি সময় ধরে চমৎকার গুণমান নিশ্চিত করে আসছে তাহসিন তামান্নার ব্র্যান্ডটি এবং বাজারে অপরাজেয় দাম প্রদানের মধ্য দিয়ে ট্রেন্ডে রয়েছে।
শূন্য পুঁজিতে ব্যবসা শুরু করা সেই তরুণী এখন কটেজের মালিক। সাভারে তার একটি রিসোর্ট রয়েছে। এ ছাড়াও এই ব্যবসার মুনাফা দিয়ে রাজধানীতে দুটি রেস্টুরেন্টও দেন। যদিও করোনাকালের পর তা বন্ধ হয়ে যায়।
তাহসিন তামান্না বলেন, ‘আমি যে সময়টাতে অনলাইনে ব্যবসা শুরু করেছি সেসময় অনেকেই তা ভাবতেনও না। শুধু পেজের মাধ্যমে যাত্রা শুরু করেই আজকে আমি এতদূর। শূন্য পুঁজিতে ব্যবসা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও আমি কিন্তু সেটা করতে পেরেছিলাম। কারণ সেই সময়েই আমি প্রি-অর্ডার নিয়ে প্রডাক্ট বাইরে থেকে নিয়ে আসতাম তারপর সেগুলো বিক্রি করতাম। প্রি-অর্ডার থেকে যে অ্যাডভান্স নিতাম সেটি দিয়েই প্রডাক্ট নিয়ে আসতাম। সত্যি বলতে আমার কোনো পুঁজি লাগেনি, আমি শুধুমাত্র ফেসবুক পেজ খুলেছিলাম আর সেটা দিয়েই এতদূর। সততা, নিষ্ঠা থাকলে যেকোনো কিছুই করা সম্ভব।’ ওই ব্যবসার পরিসর সামনে আরও বৃদ্ধি করার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শূন্য পুঁজিতে অল্প সময়েই উদ্যোক্তা তামান্না স্বাবলম্বী

আপডেট সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

নারী ও শিশু ডেস্ক: শূন্য মানে একদমই শূন্য পুঁজি নিয়ে এক যুগ আগে গহনার ব্যবসা শুরু করেছিলেন তাহসিন তামান্না। তাও কোনো প্রাতিষ্ঠানিকভাবে নয়, তার ব্যবসাটি ছিল অনলাইনভিত্তিক জুয়েলারি পেজ।
মাত্র পনেরো বছর বয়সেই শুধু গহনার প্রতি ভালোবাসা এবং আগ্রহ থেকে ২০১২ সালে তিনি শুরু করেন অনলাইনে জুয়েলারির ব্যবসা, যেটির নাম ‘টি জেড’স স্টোর। ব্যবসা সম্পর্কে খুব স্বল্প জ্ঞান নিয়ে অনলাইনে শুরু করা সেই ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করতে শুরু করে এবং মুনাফার মুখ দেখেন। ছয় থেকে ষাট, কন্যা থেকে মা- সব বয়সি নারীর পছন্দ হয়ে ওঠে চমৎকার গুণগত সম্পন্ন সেসব জুয়েলারি প্রডাক্ট। আর অল্প সময়েই তামান্না হয়ে উঠেন স্বাবলম্বী।
এক দশকেরও বেশি সময় ধরে চমৎকার গুণমান নিশ্চিত করে আসছে তাহসিন তামান্নার ব্র্যান্ডটি এবং বাজারে অপরাজেয় দাম প্রদানের মধ্য দিয়ে ট্রেন্ডে রয়েছে।
শূন্য পুঁজিতে ব্যবসা শুরু করা সেই তরুণী এখন কটেজের মালিক। সাভারে তার একটি রিসোর্ট রয়েছে। এ ছাড়াও এই ব্যবসার মুনাফা দিয়ে রাজধানীতে দুটি রেস্টুরেন্টও দেন। যদিও করোনাকালের পর তা বন্ধ হয়ে যায়।
তাহসিন তামান্না বলেন, ‘আমি যে সময়টাতে অনলাইনে ব্যবসা শুরু করেছি সেসময় অনেকেই তা ভাবতেনও না। শুধু পেজের মাধ্যমে যাত্রা শুরু করেই আজকে আমি এতদূর। শূন্য পুঁজিতে ব্যবসা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও আমি কিন্তু সেটা করতে পেরেছিলাম। কারণ সেই সময়েই আমি প্রি-অর্ডার নিয়ে প্রডাক্ট বাইরে থেকে নিয়ে আসতাম তারপর সেগুলো বিক্রি করতাম। প্রি-অর্ডার থেকে যে অ্যাডভান্স নিতাম সেটি দিয়েই প্রডাক্ট নিয়ে আসতাম। সত্যি বলতে আমার কোনো পুঁজি লাগেনি, আমি শুধুমাত্র ফেসবুক পেজ খুলেছিলাম আর সেটা দিয়েই এতদূর। সততা, নিষ্ঠা থাকলে যেকোনো কিছুই করা সম্ভব।’ ওই ব্যবসার পরিসর সামনে আরও বৃদ্ধি করার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ