ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। ১ ডিসেম্বর ভোরে নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শরীয়তপুরের কাঁচিকাটা ইউনয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী বোবা সুমন (৩০)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও নগদ দুই হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক

গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। ১ ডিসেম্বর ভোরে নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শরীয়তপুরের কাঁচিকাটা ইউনয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী বোবা সুমন (৩০)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও নগদ দুই হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।