ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সাততলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূ নিহত

  • আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ বাজার এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে নাইমুন নাহার মিতু নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে। নিহত মিতুর শাশুড়ি সুমি বেগম বলেন, আমি দুপুরে তাকে ভাত খেতে বললে সে বলে আমি গোসল করে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসে খাব। আমরা ওই ভবনের সাততলায় থাকি। পাশের একজন এসে বলতেছে আপনাদের ছাদ থেকে কে যেন পড়ে গেছে। নিচে গিয়ে দেখি আমার ছেলের বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। তিনি আরও বলেন, এক বছর আগে ভালোবেসে আমার ছেলে সাজেদুল ইসলাম মিতুকে বিয়ে করে। আমাদের ছাদের চারিদিকে কোনো রেলিং নেই। আমরা ধারণা করছি কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গেছে। আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আমাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

সাততলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূ নিহত

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ বাজার এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে নাইমুন নাহার মিতু নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে। নিহত মিতুর শাশুড়ি সুমি বেগম বলেন, আমি দুপুরে তাকে ভাত খেতে বললে সে বলে আমি গোসল করে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসে খাব। আমরা ওই ভবনের সাততলায় থাকি। পাশের একজন এসে বলতেছে আপনাদের ছাদ থেকে কে যেন পড়ে গেছে। নিচে গিয়ে দেখি আমার ছেলের বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। তিনি আরও বলেন, এক বছর আগে ভালোবেসে আমার ছেলে সাজেদুল ইসলাম মিতুকে বিয়ে করে। আমাদের ছাদের চারিদিকে কোনো রেলিং নেই। আমরা ধারণা করছি কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গেছে। আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আমাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।