ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চায়

  • আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে প্রায় ৫৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের পতন চায়। দেশটির সুড রেডিও নেটওয়ার্ক পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করা হয়। এতে ৬৭ শতাংশ মানুষই বার্নিয়ের বাজেটের বিরোধিতা করেছে বলে আভাস পাওয়া গেছে। এই বাজেটের লক্ষ্য- ৬ হাজার কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কাটছাঁট করে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। প্রস্তাবিত এ বাজেট মাত্র ৩৩ শতাংশ মানুষ সমর্থন করেছে। গত ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর এক হাজার ৬ জনের ওপর জরিপটি চালানো হয়। রাজনৈতিক মহলের অনেকেই ধারণা করছেন, বার্নিয়ে সরকারের পতন ঘটতে পারে বড়দিনের আগে কিংবা এমনকি আগামী সপ্তাহের মধ্যেই। কট্টর-ডান এবং বামপন্থিরা যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তাহলে প্রধানমন্ত্রীর হেরে যাওয়ার সম্ভাবনা আছে। বুধবার বিএফএম টিভি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ মানুষই বলেছেন, বার্নিয়ে সরকারের পতন হলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও পদত্যাগ করা উচিত।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফ্রান্সে ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চায়

আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে প্রায় ৫৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের পতন চায়। দেশটির সুড রেডিও নেটওয়ার্ক পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করা হয়। এতে ৬৭ শতাংশ মানুষই বার্নিয়ের বাজেটের বিরোধিতা করেছে বলে আভাস পাওয়া গেছে। এই বাজেটের লক্ষ্য- ৬ হাজার কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কাটছাঁট করে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। প্রস্তাবিত এ বাজেট মাত্র ৩৩ শতাংশ মানুষ সমর্থন করেছে। গত ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর এক হাজার ৬ জনের ওপর জরিপটি চালানো হয়। রাজনৈতিক মহলের অনেকেই ধারণা করছেন, বার্নিয়ে সরকারের পতন ঘটতে পারে বড়দিনের আগে কিংবা এমনকি আগামী সপ্তাহের মধ্যেই। কট্টর-ডান এবং বামপন্থিরা যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তাহলে প্রধানমন্ত্রীর হেরে যাওয়ার সম্ভাবনা আছে। বুধবার বিএফএম টিভি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ মানুষই বলেছেন, বার্নিয়ে সরকারের পতন হলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও পদত্যাগ করা উচিত।