ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনায় বাধ্য হবে ইউক্রেন, পাবে না বেহাত অঞ্চলও : ওয়াশিংটন পোস্টে

  • আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার গভীরে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি এবং কিয়েভকে বিতর্কিত অ্যান্টি-পার্সনেল ল্যান্ড মাইন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেনের সামরিক ক্ষতি, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ান সেনাদের উপস্থিতি এসব প্রেক্ষাপটে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন বাইডেন। কিন্তু তার ইউরোপীয় মিত্ররা এই সিদ্ধান্তগুলোর সমালোচনা করে বলছেন অনেক দেরি হয়ে গেছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন জানাচ্ছে, মার্কিন কর্মকর্তারা এখন স্বীকার করতে শুরু করেছেন, ইউক্রেন হয়তো ‘রাশিয়ার সাথে আলোচনা’ করতে বাধ্য হবে এবং তাদের হয়ত শেষ পর্যন্ত নিজেদের দাবি করা অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। অনেক মার্কিন কর্মকর্তা এখন মানেন যে, ‘কয়েক মাসের মধ্যে’ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ‘ফিরে আসার আগে’, কিয়েভের বাহিনী যখন ক্রাস্ক অঞ্চলে রাশিয়ার দখলকৃত এলাকা পুনরুদ্ধারে যুদ্ধ করছে, তখন ইউক্রেন সম্ভবত গত ‘তিন বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে’ রয়েছে। কিয়েভের বিদেশি মিত্রদের মধ্যে এখন এই নীরব স্বীকৃতি ছড়িয়ে পড়ছে যে ‘ইউক্রেনকে তাদের কিছু এলাকা পরিত্যাগ করতে হতে পারে’। রুশ ভূখণ্ডে ইউক্রেনকে আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি এবং নিষিদ্ধ ল্যান্ডমাইন সরবরাহ করার অন্যতম কারণ ছিল রাশিয়ার সাথে ‘সম্ভাব্য আলোচনা’ শুরুর আগে সমঝোতার জন্য ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখা। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে কোনো এলাকা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ইউক্রেনের নেতারা অভিযোগ করছেন, এরকম উন্নত অস্ত্র যদি প্রথম থেকেই সরবরাহ করা হতো, তবে তাদের যুদ্ধক্ষমতা অনেক বেড়ে যেত। তবে, বাইডেনের কর্মকর্তারা ‘এটি মেনে নিয়েছেন’ যে ট্রাম্প ‘ইউক্রেনকে আর সহায়তা প্রদান করবেন না’। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী-সমর্থকদের ওপর মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের দল পিটিআই এই অভিযানের নিন্দা করে জানায়, আজ সশস্ত্র নিরাপত্তা বাহিনী ইসলামাবাদে পিটিআই-এর শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব মানুষ মারা। আগের দিন হাজার হাজার বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। ইমরান খানের স্ত্রীর নেতৃত্বে নেতা-কর্মী ও সমর্থকরা রাজধানী সুরক্ষিত রেড জোনে ঢুকে পড়ে। রেড জোনে পাকিস্তানে পার্লামেন্ট পাশাপাশি বিদেশি মিশনসহ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস এবং ভবন রয়েছে। পিটিআই বলছে, ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিবাদকারীরা রেড জোনে বসে পড়ার পরিকল্পনা করছিল। স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। যদিও পিটিআই বলছে নিরাপত্তা বাহিনীগুলো এই অভিযানে তাদের কর্মীদের ওপর তাজা গুলি ব্যবহার করেছে। এরআগে সংঘর্ষ চলার সময় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। তবে পিটিআই মুখপাত্র জুলফিকার ভুখারি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পাল্টা অভিযোগ করে বলেছেন, নিরাপত্তা বাহিনী গুলিতে তাদের দুইজন আন্দোলনকারী মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন। সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন আমদানিকারকরা

আলোচনায় বাধ্য হবে ইউক্রেন, পাবে না বেহাত অঞ্চলও : ওয়াশিংটন পোস্টে

আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক :প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার গভীরে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি এবং কিয়েভকে বিতর্কিত অ্যান্টি-পার্সনেল ল্যান্ড মাইন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেনের সামরিক ক্ষতি, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ান সেনাদের উপস্থিতি এসব প্রেক্ষাপটে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন বাইডেন। কিন্তু তার ইউরোপীয় মিত্ররা এই সিদ্ধান্তগুলোর সমালোচনা করে বলছেন অনেক দেরি হয়ে গেছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন জানাচ্ছে, মার্কিন কর্মকর্তারা এখন স্বীকার করতে শুরু করেছেন, ইউক্রেন হয়তো ‘রাশিয়ার সাথে আলোচনা’ করতে বাধ্য হবে এবং তাদের হয়ত শেষ পর্যন্ত নিজেদের দাবি করা অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। অনেক মার্কিন কর্মকর্তা এখন মানেন যে, ‘কয়েক মাসের মধ্যে’ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ‘ফিরে আসার আগে’, কিয়েভের বাহিনী যখন ক্রাস্ক অঞ্চলে রাশিয়ার দখলকৃত এলাকা পুনরুদ্ধারে যুদ্ধ করছে, তখন ইউক্রেন সম্ভবত গত ‘তিন বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে’ রয়েছে। কিয়েভের বিদেশি মিত্রদের মধ্যে এখন এই নীরব স্বীকৃতি ছড়িয়ে পড়ছে যে ‘ইউক্রেনকে তাদের কিছু এলাকা পরিত্যাগ করতে হতে পারে’। রুশ ভূখণ্ডে ইউক্রেনকে আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি এবং নিষিদ্ধ ল্যান্ডমাইন সরবরাহ করার অন্যতম কারণ ছিল রাশিয়ার সাথে ‘সম্ভাব্য আলোচনা’ শুরুর আগে সমঝোতার জন্য ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখা। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে কোনো এলাকা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ইউক্রেনের নেতারা অভিযোগ করছেন, এরকম উন্নত অস্ত্র যদি প্রথম থেকেই সরবরাহ করা হতো, তবে তাদের যুদ্ধক্ষমতা অনেক বেড়ে যেত। তবে, বাইডেনের কর্মকর্তারা ‘এটি মেনে নিয়েছেন’ যে ট্রাম্প ‘ইউক্রেনকে আর সহায়তা প্রদান করবেন না’। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী-সমর্থকদের ওপর মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের দল পিটিআই এই অভিযানের নিন্দা করে জানায়, আজ সশস্ত্র নিরাপত্তা বাহিনী ইসলামাবাদে পিটিআই-এর শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব মানুষ মারা। আগের দিন হাজার হাজার বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। ইমরান খানের স্ত্রীর নেতৃত্বে নেতা-কর্মী ও সমর্থকরা রাজধানী সুরক্ষিত রেড জোনে ঢুকে পড়ে। রেড জোনে পাকিস্তানে পার্লামেন্ট পাশাপাশি বিদেশি মিশনসহ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস এবং ভবন রয়েছে। পিটিআই বলছে, ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিবাদকারীরা রেড জোনে বসে পড়ার পরিকল্পনা করছিল। স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। যদিও পিটিআই বলছে নিরাপত্তা বাহিনীগুলো এই অভিযানে তাদের কর্মীদের ওপর তাজা গুলি ব্যবহার করেছে। এরআগে সংঘর্ষ চলার সময় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। তবে পিটিআই মুখপাত্র জুলফিকার ভুখারি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পাল্টা অভিযোগ করে বলেছেন, নিরাপত্তা বাহিনী গুলিতে তাদের দুইজন আন্দোলনকারী মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন। সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া