নারী ও শিশু ডেস্ক: বিশ্বের সব থেকে লম্বা এবং সব থেকে খাটো দুই নারী লন্ডনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে উদযাপন করতে একসঙ্গে সন্ধ্যায় চা পান করলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
২৭ বছর বয়সী তুর্কী ওয়েব ডিজাইনার রুমেইসা গেলগির উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি (২১৫.১৬ সেমি)। অন্যদিকে ৩১ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী জ্যোতি আমগের উচ্চতা মাত্র ২ ফুট ০.৭ ইঞ্চি (৬২.৮ সেমি)। তাদের উচ্চতার পার্থক্য প্রায় ৫ ফুট (১৫২.৩৬ সেমি)।
এ বিষয়ে গেলগি বলেন, আমাদের মধ্যে অনেক মিল আছে। আমরা দু’জনই মেকআপ করতে, নিজের যত্ন নিতে, অলঙ্কার পরতে ও নখে নেইল পলিশ দিতে ভালবাসি। উচ্চতার পার্থক্যের জন্য একে অন্যের চোখে চোখ রেখে কথা বলতে একটু সমস্যা হলেও সব মিলিয়ে এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল।
আমগে বলেন, আমি এই অনন্য রেকর্ডধারী গেলগির সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত।
২০২১ সালে গিনেস গেলগিকে পৃথিবীর সবচেয়ে ‘লম্বা জীবিত নারী’ হিসেবে স্বীকৃতি দেয়। গেলগির উচ্চতার কারণ হলো ‘উইভার সিনড্রোম’ নামে একটি বিরল রোগ। গেলগিকে নিয়ে একটি প্রামাণ্য চিত্রও নির্মিত হয়েছে, যার নাম ‘রুমেইসা: ওয়াকিং টল’। এই প্রামাণ্যচিত্রে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে গিয়ে অন্যান্য রেকর্ডধারীদের সঙ্গে দেখা করেন।
জ্যোতি আমগে ভারতে জন্ম নেয়া অভিনেত্রী এবং গণমাধ্যম তারকা। তিনি ‘অ্যাকন্ড্রোপ্লাসিয়া’ নামের একটি জটিল রোগে আক্রান্ত। ফলে তার হাড়ের বৃদ্ধি থেমে যায়। এই রোগ সাধারণত হাতে ও পায়ে সংক্রমিত হয়। আমগে ‘আমেরিকান হরর শো: ফ্রিক শো’ নামের মার্কিন টিভি সিরিজে মা পেতিত চরিত্রে অভিনয় করেছেন। আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে খাটো অভিনেত্রী হিসেবেও তালিকাভুক্ত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।