ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুভর নীলচক্র যুক্তরাষ্ট্রে প্রশংসিত

  • আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র: ব্লু সার্কেল’র। এ ছাড়া এই সিনেমাটি তাদের দেশে দেখানোর আগ্রহ দেখিয়েছে সৌদি আরব ও চীন। এসব দেশের পরিবেশক সংস্থা ‘নীলচক্র’ নিজ ভাষায় ভাষান্তর করে সেটি মুক্তি দিতে চান বলে জানিয়েছেন ‘নীলচক্র’ সিনেমার নির্মাতা মিঠু খান। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’র আসর বসেছিল। ‘আমেরিকান ফিল্ম মার্কেট’ সম্পর্কে জানতে চাইলে মিঠু খান বলেছেন, প্রতি বছরের নভেম্বরে এই মার্কেট বসে। এটি বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, বিক্রেতা এবং বিনিয়োগকারীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। “যেখানে তারা চলচ্চিত্র কেনা-বেচা এবং প্রোজেক্টের অর্থায়ন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়। আমাদের ‘নীলচক্র’ সিনেমাটিও ইন্টারন্যাশনাল সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘এভাইল এন্টারটেইনমেন্ট’র মাধ্যমে আমেরিকান ফিল্ম মার্কেটে গিয়েছে। মিঠু জানিয়েছেন গত ৮ নভেম্বর ‘নীলচক্র’র প্রিমিয়ার হয়েছে। “দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে নীলচক্র। পাশাপাশি সোদি ও চীন সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করেছে।”
বাংলাদেশে মুক্তি কবে প্রশ্নে মিঠু বলেন, পরিবেশ স্বাভাবিক হলেই আমরা নীলচক্র মুক্তির ঘোষণা দেব। দেশের পরিস্থতি এখনো অনুকূলে মনে হচ্ছে না। ‘নীলচক্র’ সিনেমায় জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরেফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি। থ্রিলার গল্পের সিনেমা ‘নীলচক্র’। গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, “গল্পটা আমাদের খুবই পরিচিত। সবার পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আকস্মিক দুর্ঘটনা যে পুরো পরিবারের উপর পরে, সেই প্রভাবের গল্প। আছে প্রযুক্তির ফাঁদের গল্প।” সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা। গেল মে মাসে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শুভর নীলচক্র যুক্তরাষ্ট্রে প্রশংসিত

আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র: ব্লু সার্কেল’র। এ ছাড়া এই সিনেমাটি তাদের দেশে দেখানোর আগ্রহ দেখিয়েছে সৌদি আরব ও চীন। এসব দেশের পরিবেশক সংস্থা ‘নীলচক্র’ নিজ ভাষায় ভাষান্তর করে সেটি মুক্তি দিতে চান বলে জানিয়েছেন ‘নীলচক্র’ সিনেমার নির্মাতা মিঠু খান। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’র আসর বসেছিল। ‘আমেরিকান ফিল্ম মার্কেট’ সম্পর্কে জানতে চাইলে মিঠু খান বলেছেন, প্রতি বছরের নভেম্বরে এই মার্কেট বসে। এটি বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, বিক্রেতা এবং বিনিয়োগকারীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। “যেখানে তারা চলচ্চিত্র কেনা-বেচা এবং প্রোজেক্টের অর্থায়ন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়। আমাদের ‘নীলচক্র’ সিনেমাটিও ইন্টারন্যাশনাল সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘এভাইল এন্টারটেইনমেন্ট’র মাধ্যমে আমেরিকান ফিল্ম মার্কেটে গিয়েছে। মিঠু জানিয়েছেন গত ৮ নভেম্বর ‘নীলচক্র’র প্রিমিয়ার হয়েছে। “দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে নীলচক্র। পাশাপাশি সোদি ও চীন সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করেছে।”
বাংলাদেশে মুক্তি কবে প্রশ্নে মিঠু বলেন, পরিবেশ স্বাভাবিক হলেই আমরা নীলচক্র মুক্তির ঘোষণা দেব। দেশের পরিস্থতি এখনো অনুকূলে মনে হচ্ছে না। ‘নীলচক্র’ সিনেমায় জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরেফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি। থ্রিলার গল্পের সিনেমা ‘নীলচক্র’। গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, “গল্পটা আমাদের খুবই পরিচিত। সবার পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আকস্মিক দুর্ঘটনা যে পুরো পরিবারের উপর পরে, সেই প্রভাবের গল্প। আছে প্রযুক্তির ফাঁদের গল্প।” সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা। গেল মে মাসে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে।