ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর

  • আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হলেও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচেই জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। তবে মাঠের বাইরে স্বস্তিতে নেই হেড কোচ গৌতম গম্ভীর। তাই ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। তার দেশে ফেরা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, ব্যক্তিগত কারণে গম্ভীরকে তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে। পরিবারের কারও শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তবে ৩ ডিসেম্বর গম্ভীর অস্ট্রেলিয়ায় ফিরবে। অর্থাৎ, দ্বিতীয় টেস্টের ৩ দিন আগেই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে কোচ।’ আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে বলেই এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ক্যানবেরায় দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। এই ম্যাচে খেলতে পারেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে খেলেননি তিনি। তার পরিবর্তে দলের অধিনায়ক ছিলেন জাসপ্রিত বুমরাহ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ২৯৫ রানের বড় জয় এনে দেন ডানহাতি এই পেসার। শুধু তা-ই নয়, ৮ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর

আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হলেও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচেই জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। তবে মাঠের বাইরে স্বস্তিতে নেই হেড কোচ গৌতম গম্ভীর। তাই ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। তার দেশে ফেরা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, ব্যক্তিগত কারণে গম্ভীরকে তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে। পরিবারের কারও শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তবে ৩ ডিসেম্বর গম্ভীর অস্ট্রেলিয়ায় ফিরবে। অর্থাৎ, দ্বিতীয় টেস্টের ৩ দিন আগেই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে কোচ।’ আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে বলেই এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ক্যানবেরায় দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। এই ম্যাচে খেলতে পারেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে খেলেননি তিনি। তার পরিবর্তে দলের অধিনায়ক ছিলেন জাসপ্রিত বুমরাহ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ২৯৫ রানের বড় জয় এনে দেন ডানহাতি এই পেসার। শুধু তা-ই নয়, ৮ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি।