ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, ন্যাশনাল মেডিক্যাল ভাঙচুর

  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতাল ভাঙচুর করেছে কয়েকটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধনিয়া কলেজসহ উক্ত কলেজের আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে। এ সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পাশে পুলিশ থাকলেও তাদের কোনও অ্যাকশনে যেতে দেখা যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিক্যালে ভর্তির দুই দিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শিক্ষার্থী নেশাগ্রস্ত ছিল বলে তারা পাল্টা অভিযোগ করে। ঘটনার দুই দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে সেদিন তারা চলে যায়। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, ন্যাশনাল মেডিক্যাল ভাঙচুর

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতাল ভাঙচুর করেছে কয়েকটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধনিয়া কলেজসহ উক্ত কলেজের আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে। এ সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পাশে পুলিশ থাকলেও তাদের কোনও অ্যাকশনে যেতে দেখা যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিক্যালে ভর্তির দুই দিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শিক্ষার্থী নেশাগ্রস্ত ছিল বলে তারা পাল্টা অভিযোগ করে। ঘটনার দুই দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে সেদিন তারা চলে যায়। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।