ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সোহেল রানাকে শাস্তির দাবি ই-অরেঞ্জ গ্রাহকদের

  • আপডেট সময় : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দ্রুত দেশে এনে শাস্তির আওতায় আনা ও অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতারিত গ্রাহকরা। গতকাল সোমবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানটির কয়েকশ গ্রাহক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হন। পরে তারা টিএসসি হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা ‘সোহেল রানা পালালো কেন প্রশাসন জবাব দাও, ই-অরেঞ্জের দালালেরা হুঁশিয়ার সাবধান, ই-অরেঞ্জের প্রতারণা মানি না, মানবো না’ স্লোগান দেন। মানববন্ধনে আশিক মাহমুদ নামে এক গ্রাহক বলেন, ‘প্রশাসনের নজরদারির পরও ওসি সোহেল কীভাবে দেশত্যাগ করলেন? তার বিরুদ্ধে মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও তিনি কীভাবে দেশত্যাগ করার সুযোগ পেলেন। নিশ্চয়ই এর পেছনে প্রশাসনের সহযোগিতা রয়েছে। আমরা সেই প্রশাসনের দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করতে সরকারের প্রতি দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীদের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে সেটা আমাদের জানাতে হবে। ভুক্তভোগীদের টাকা দ্রুত দেওয়ার পাশাপাশি ওসি সোহেলকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনতে হবে।’ বক্তারা বলেন, ‘এখন প্রশাসন বলছে, তারা ওসি সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আগে কী করেছেন? তিনি (ওসি সোহেল) আমাদের টাকা কোথায় রেখেছেন, সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে তার সম্পদ আছে, সেগুলো এনে আমাদের টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হোক।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সোহেল রানাকে শাস্তির দাবি ই-অরেঞ্জ গ্রাহকদের

আপডেট সময় : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দ্রুত দেশে এনে শাস্তির আওতায় আনা ও অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতারিত গ্রাহকরা। গতকাল সোমবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানটির কয়েকশ গ্রাহক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হন। পরে তারা টিএসসি হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা ‘সোহেল রানা পালালো কেন প্রশাসন জবাব দাও, ই-অরেঞ্জের দালালেরা হুঁশিয়ার সাবধান, ই-অরেঞ্জের প্রতারণা মানি না, মানবো না’ স্লোগান দেন। মানববন্ধনে আশিক মাহমুদ নামে এক গ্রাহক বলেন, ‘প্রশাসনের নজরদারির পরও ওসি সোহেল কীভাবে দেশত্যাগ করলেন? তার বিরুদ্ধে মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও তিনি কীভাবে দেশত্যাগ করার সুযোগ পেলেন। নিশ্চয়ই এর পেছনে প্রশাসনের সহযোগিতা রয়েছে। আমরা সেই প্রশাসনের দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করতে সরকারের প্রতি দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীদের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে সেটা আমাদের জানাতে হবে। ভুক্তভোগীদের টাকা দ্রুত দেওয়ার পাশাপাশি ওসি সোহেলকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনতে হবে।’ বক্তারা বলেন, ‘এখন প্রশাসন বলছে, তারা ওসি সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আগে কী করেছেন? তিনি (ওসি সোহেল) আমাদের টাকা কোথায় রেখেছেন, সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে তার সম্পদ আছে, সেগুলো এনে আমাদের টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হোক।’