ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মা অ্যালিসার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড

  • আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: অভাবী শিশুদের জন্য বুকের দুধ দান করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগলেট্রি নামের এক মা। বিস্ময়করভাবে এখন পর্যন্ত ২ হাজার ৬৪৫ লিটার দুধ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
গার্ডিয়ানের তথ্য বলছে, ৩৬ বছর বয়সী অ্যালিসা ওগলেট্রি এর আগে ২০১৪ সালে ১ হাজার ৫৬৯.৭৯ লিটার দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন। এখন তিনি নিজের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন। আর এই অবিশ্বাস্য অবদানের জন্য সম্মানিত সংস্থার কাছ থেকে স্বীকৃতি অর্জন করেছেন।
নর্থ টেক্সাসের মাদার্স মিল্ক ব্যাংকের মতে, এক লিটার বুকের দুধ ১১ জন অপরিণত শিশুকে টিকিয়ে রাখতে পারে। এই গণনার উপর ভিত্তি করে, অনুমান করা হয় তার দেওয়া দুধে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি শিশু টিকে থাকতে সহায়তা পেয়েছে।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে অ্যালিসা ওগলেট্রি নামের এই মহানুভব মা বলেন, আমার হৃদয় অনেক বড়, কিন্তু দিন শেষে টাকাপয়সা দিয়ে কাউকে সহায়তা করতে পারি না। ভালো কাজের জন্য তাই টাকা খরচ করতে পারি না, কারণ আমার পরিবার আছে। তবে দুগ্ধদানের মাধ্যমে আমি প্রতিদান দিতে পারি।
অ্যালিসা ওগলেট্রি ২০১০ সালে বুকের দুধ দান শুরু করেন, যখন তিনি তার প্রথম ছেলে কাইলের জন্ম দেন। এরপর তিনি দেখতে পান অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হচ্ছে। পরে একজন নার্স তাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য সমগ্রাম চালিয়ে যাওয়া মায়েদের সহায়তা করার পরামর্শ দেন। এরপর বুকের দুধ দানের মাধ্যমে অন্যকে সহায়তা করার জন্য তার আবেগ জেগে ওঠে। আর একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার। কাইলের পরে তার ছোট ছেলে কেজ ও কোরির জন্মের পরেও দুধ দান অব্যাহত রাখেন এই মা। বর্তমানে চার সন্তান রয়েছে তার।
অ্যালিসা ওগলেট্রি বলছিলেন, আমি সব সময় প্রচুর পরিমাণে পানি পান করেছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি। আমি কঠোর পরিশ্রমও করেছি। তথ্যসূত্র: এনডিটিভি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের মা অ্যালিসার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

নারী ও শিশু ডেস্ক: অভাবী শিশুদের জন্য বুকের দুধ দান করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগলেট্রি নামের এক মা। বিস্ময়করভাবে এখন পর্যন্ত ২ হাজার ৬৪৫ লিটার দুধ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
গার্ডিয়ানের তথ্য বলছে, ৩৬ বছর বয়সী অ্যালিসা ওগলেট্রি এর আগে ২০১৪ সালে ১ হাজার ৫৬৯.৭৯ লিটার দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন। এখন তিনি নিজের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন। আর এই অবিশ্বাস্য অবদানের জন্য সম্মানিত সংস্থার কাছ থেকে স্বীকৃতি অর্জন করেছেন।
নর্থ টেক্সাসের মাদার্স মিল্ক ব্যাংকের মতে, এক লিটার বুকের দুধ ১১ জন অপরিণত শিশুকে টিকিয়ে রাখতে পারে। এই গণনার উপর ভিত্তি করে, অনুমান করা হয় তার দেওয়া দুধে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি শিশু টিকে থাকতে সহায়তা পেয়েছে।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে অ্যালিসা ওগলেট্রি নামের এই মহানুভব মা বলেন, আমার হৃদয় অনেক বড়, কিন্তু দিন শেষে টাকাপয়সা দিয়ে কাউকে সহায়তা করতে পারি না। ভালো কাজের জন্য তাই টাকা খরচ করতে পারি না, কারণ আমার পরিবার আছে। তবে দুগ্ধদানের মাধ্যমে আমি প্রতিদান দিতে পারি।
অ্যালিসা ওগলেট্রি ২০১০ সালে বুকের দুধ দান শুরু করেন, যখন তিনি তার প্রথম ছেলে কাইলের জন্ম দেন। এরপর তিনি দেখতে পান অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হচ্ছে। পরে একজন নার্স তাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য সমগ্রাম চালিয়ে যাওয়া মায়েদের সহায়তা করার পরামর্শ দেন। এরপর বুকের দুধ দানের মাধ্যমে অন্যকে সহায়তা করার জন্য তার আবেগ জেগে ওঠে। আর একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার। কাইলের পরে তার ছোট ছেলে কেজ ও কোরির জন্মের পরেও দুধ দান অব্যাহত রাখেন এই মা। বর্তমানে চার সন্তান রয়েছে তার।
অ্যালিসা ওগলেট্রি বলছিলেন, আমি সব সময় প্রচুর পরিমাণে পানি পান করেছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি। আমি কঠোর পরিশ্রমও করেছি। তথ্যসূত্র: এনডিটিভি।