ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়, বলেছে তালেবান

  • আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পানশিরে লড়াই বন্ধে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি মেনে নেওয়ার জন্য ধর্মীয় আলেমরা আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান।
ধর্মীয় আলেমদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন পানশিরে তালেবান বাহিনীকে রুখে দেওয়া বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) প্রধান আহমদ মাসুদ।
তালেবান পানশির ও আনদারাবে (প্রতিবেশী বাগলান প্রদেশের জেলা) তাদের সামরিক তৎপরতা ও আক্রমণ বন্ধ করবে ‘এই শর্তে এনআরএফ স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য লড়াই বন্ধ করতে প্রস্তুত আছে’ বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছিলেন মাসুদ।
কিন্তু গতকাল সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এনআরএফএর সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে বিবিসি। তালেবান বাহিনী পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে দাবি করে মুজাহিদ বলেন, “আজ উপত্যকাটি পুরোপুরি পরিষ্কার করা হয়েছে।”
তিনি বলেন, তালেবান যখন আলোচনার চেষ্টা করেছিল প্রতিরোধ বাহিনী তখন ‘নেতিবাচক উত্তর’ দিয়েছিল, তারপর ‘সন্ত্রাসবাদের’ চূড়ান্ত এই ছিটমহলটি নিয়ন্ত্রণে আনতে সেখানে সামরিক বাহিনী পাঠায় তালেবান। পানশিরের নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। যারা পানশিরের নিয়ন্ত্রণে ছিলেন তারা ‘এখন নিখোঁজ’ বলে জানিয়েছে তালেবান।মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পানশিরের প্রতিরোধ যুদ্ধের অন্যতম নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে খবর পেয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, “আফগানিস্তান তাদের বাড়ি। তারা চাইলে ফিরে আসতে পারে।” তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অবশিষ্ট একমাত্র প্রদেশ পানশিরে গিয়ে প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে যোগ দিয়েছিলেন সালেহ। তিনি উপত্যকাটি থেকে পালিয়ে গেছেন, গত সপ্তাহে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে একটি ভিডিও প্রকাশ করে তা অস্বীকার করেছিলেন তিনি।
পানশির ঘেরাও করে ফেলার পর তালেবান যোদ্ধারা উপত্যকাটির ফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সোমবার থেকে এসব পরিষেবা ফের চালু হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। পানশির থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগানিস্তানের অস্ত্র ভা-ারে জমা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পানশিরের প্রতিরোধ গোষ্ঠী এনআরএফএর নেতা আহমদ মাসুদ এক টুইটে জানিয়েছেন, তিনি নিরাপদ আছেন।
বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত তালেবান বাহিনী পানশিরের পতন নিয়ে যেসব দাবি করেছে তার সব প্রত্যাখ্যান করেছে এনআরএফএ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়, বলেছে তালেবান

আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পানশিরে লড়াই বন্ধে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি মেনে নেওয়ার জন্য ধর্মীয় আলেমরা আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান।
ধর্মীয় আলেমদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন পানশিরে তালেবান বাহিনীকে রুখে দেওয়া বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) প্রধান আহমদ মাসুদ।
তালেবান পানশির ও আনদারাবে (প্রতিবেশী বাগলান প্রদেশের জেলা) তাদের সামরিক তৎপরতা ও আক্রমণ বন্ধ করবে ‘এই শর্তে এনআরএফ স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য লড়াই বন্ধ করতে প্রস্তুত আছে’ বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছিলেন মাসুদ।
কিন্তু গতকাল সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এনআরএফএর সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে বিবিসি। তালেবান বাহিনী পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে দাবি করে মুজাহিদ বলেন, “আজ উপত্যকাটি পুরোপুরি পরিষ্কার করা হয়েছে।”
তিনি বলেন, তালেবান যখন আলোচনার চেষ্টা করেছিল প্রতিরোধ বাহিনী তখন ‘নেতিবাচক উত্তর’ দিয়েছিল, তারপর ‘সন্ত্রাসবাদের’ চূড়ান্ত এই ছিটমহলটি নিয়ন্ত্রণে আনতে সেখানে সামরিক বাহিনী পাঠায় তালেবান। পানশিরের নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। যারা পানশিরের নিয়ন্ত্রণে ছিলেন তারা ‘এখন নিখোঁজ’ বলে জানিয়েছে তালেবান।মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পানশিরের প্রতিরোধ যুদ্ধের অন্যতম নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে খবর পেয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, “আফগানিস্তান তাদের বাড়ি। তারা চাইলে ফিরে আসতে পারে।” তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অবশিষ্ট একমাত্র প্রদেশ পানশিরে গিয়ে প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে যোগ দিয়েছিলেন সালেহ। তিনি উপত্যকাটি থেকে পালিয়ে গেছেন, গত সপ্তাহে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে একটি ভিডিও প্রকাশ করে তা অস্বীকার করেছিলেন তিনি।
পানশির ঘেরাও করে ফেলার পর তালেবান যোদ্ধারা উপত্যকাটির ফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সোমবার থেকে এসব পরিষেবা ফের চালু হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। পানশির থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগানিস্তানের অস্ত্র ভা-ারে জমা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পানশিরের প্রতিরোধ গোষ্ঠী এনআরএফএর নেতা আহমদ মাসুদ এক টুইটে জানিয়েছেন, তিনি নিরাপদ আছেন।
বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত তালেবান বাহিনী পানশিরের পতন নিয়ে যেসব দাবি করেছে তার সব প্রত্যাখ্যান করেছে এনআরএফএ।