ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম

  • আপডেট সময় : ০৮:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: গত মাসে শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লংগার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্টে শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। আর এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারো মাঠে ফিরছেন তামিম ইকবাল। বুধবার বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’ ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’-যোগ করেন তিনি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এদিকে ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম

আপডেট সময় : ০৮:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: গত মাসে শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লংগার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্টে শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। আর এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারো মাঠে ফিরছেন তামিম ইকবাল। বুধবার বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’ ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’-যোগ করেন তিনি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এদিকে ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।