ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে শান্ত, অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে মিরাজ

  • আপডেট সময় : ০৮:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ওয়ানডে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ছাড়াও ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। বুধবার (১৩ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চরম অফফর্মে থাকা শান্ত আফগানিস্তানের বিপক্ষে শারজায় নিজেকে খুঁজে পান। আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। প্রথম ওয়ানডেতে ৪৭ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেছিলেন। তৃতীয় ওয়ানডে তার খেলা হয়নি কুঁচকির চোটে। দুই ম্যাচের পারফরম্যান্সেই এগার ধাপ এগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৬০৪ রেটিং পয়েন্ট তার। র‌্যাংকিংয়ে যৌথভাবে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্েয শান্তই সবার ওপরে। এদিকে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ৪৪তম স্থানে এসেছেন মাহমুদউল্লাহ। দশ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের আর কারও কোনো উন্নতি নেই। মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়েছেন। বোলারদের র‌্যাংকিংয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট নিয়ে নয় ধাপ এগিয়েছেন অফস্পিনার। ৮ উইকেট নেওয়া মোস্তাফিজ রয়েছেন ৩৬তম স্থানে। তার চেয়ে তিন ধাপ পিছিয়ে আছেন তাসকিন আহমেদ। বোলারদের মধ্েয দশ ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম। ২৪ থেকে একেবারে ৩৪তম স্থানে গেছেন বাঁহাতি পেসার। এছাড়া সামগ্রিকভাবে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি। অলরাউন্ড র‌্যাংকিংয়ে মোহাম্মদ নবী নিজের জায়গা আরও শক্তিশালী করেছেন। এছাড়া সিরিজে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে উঠে এসেছেন মিরাজ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে শান্ত, অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে মিরাজ

আপডেট সময় : ০৮:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: ওয়ানডে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ছাড়াও ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। বুধবার (১৩ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চরম অফফর্মে থাকা শান্ত আফগানিস্তানের বিপক্ষে শারজায় নিজেকে খুঁজে পান। আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। প্রথম ওয়ানডেতে ৪৭ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেছিলেন। তৃতীয় ওয়ানডে তার খেলা হয়নি কুঁচকির চোটে। দুই ম্যাচের পারফরম্যান্সেই এগার ধাপ এগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৬০৪ রেটিং পয়েন্ট তার। র‌্যাংকিংয়ে যৌথভাবে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্েয শান্তই সবার ওপরে। এদিকে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ৪৪তম স্থানে এসেছেন মাহমুদউল্লাহ। দশ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের আর কারও কোনো উন্নতি নেই। মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়েছেন। বোলারদের র‌্যাংকিংয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট নিয়ে নয় ধাপ এগিয়েছেন অফস্পিনার। ৮ উইকেট নেওয়া মোস্তাফিজ রয়েছেন ৩৬তম স্থানে। তার চেয়ে তিন ধাপ পিছিয়ে আছেন তাসকিন আহমেদ। বোলারদের মধ্েয দশ ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম। ২৪ থেকে একেবারে ৩৪তম স্থানে গেছেন বাঁহাতি পেসার। এছাড়া সামগ্রিকভাবে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি। অলরাউন্ড র‌্যাংকিংয়ে মোহাম্মদ নবী নিজের জায়গা আরও শক্তিশালী করেছেন। এছাড়া সিরিজে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে উঠে এসেছেন মিরাজ।