ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ

  • আপডেট সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদাদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবৌ সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন তিনি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেই নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্ত; বলেন, “আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই, স্যার।” জবাবে ট্রাম্প বলেন, “বেশ তবে তাই হোক, আপনি যখন খুশি (আমার কাছে) আসতে পারেন।” ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছেন প্রাবৌ সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি তার দপ্তর। ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বচন নিয়ে সুবিয়ান্তোকে ট্রাম্প বলেন, “আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। পেয়েছি। দলের লোকজন বলছে, যে গত ১০০ বছরে এমন জয় দেখা যায়নি।” ট্রাম্প আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তিনি খুব সম্মান করেন। প্রাবৌ’র ইংরেজিরও প্রশংসা করেছেন তিনি। জবাবে ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবৌ বলেন, “এর কৃতিত্ব মার্কিন প্রশিক্ষকদের, স্যার। আমি বেশ কয়েকবার প্রশিক্ষন নিতে যুক্তরাষ্ট্রে এসেছি।” নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত অক্টোবরে গুলিবিদ্ধ হয়েছিলেন ট্রাম্প। তবে এমন প্রাণঘাতী হামলার পরও সমানতালে প্রচারণা চালিয়ে গিয়েছিলেন তিনি। ফোনালাপে সেই প্রসঙ্গ তুলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আপনার ওপর হামলার ঘটনায় আমরা মানসিকভাবে বড় ধাক্কা অনুভব করেছিলাম, স্যার। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার বড় কোনো ক্ষতি হয়নি।” “হ্যাঁ, আমি খুব ভাগ্যবান ছিলাম। আমি শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলাম, নইলে হয়তো এখন আমি আপনার সঙ্গে কথা বলার মতো সৌভাগ্য হতো না”, বলেন ট্রাম্প। সূত্র : রয়টার্স, এনডিটিভি ওয়ার্ল্ড

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাল আমদানির গতি মন্থর,এসেছে মাত্র সাড়ে ৯ হাজার টন

ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ

আপডেট সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদাদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবৌ সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন তিনি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেই নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্ত; বলেন, “আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই, স্যার।” জবাবে ট্রাম্প বলেন, “বেশ তবে তাই হোক, আপনি যখন খুশি (আমার কাছে) আসতে পারেন।” ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছেন প্রাবৌ সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি তার দপ্তর। ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বচন নিয়ে সুবিয়ান্তোকে ট্রাম্প বলেন, “আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। পেয়েছি। দলের লোকজন বলছে, যে গত ১০০ বছরে এমন জয় দেখা যায়নি।” ট্রাম্প আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তিনি খুব সম্মান করেন। প্রাবৌ’র ইংরেজিরও প্রশংসা করেছেন তিনি। জবাবে ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবৌ বলেন, “এর কৃতিত্ব মার্কিন প্রশিক্ষকদের, স্যার। আমি বেশ কয়েকবার প্রশিক্ষন নিতে যুক্তরাষ্ট্রে এসেছি।” নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত অক্টোবরে গুলিবিদ্ধ হয়েছিলেন ট্রাম্প। তবে এমন প্রাণঘাতী হামলার পরও সমানতালে প্রচারণা চালিয়ে গিয়েছিলেন তিনি। ফোনালাপে সেই প্রসঙ্গ তুলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আপনার ওপর হামলার ঘটনায় আমরা মানসিকভাবে বড় ধাক্কা অনুভব করেছিলাম, স্যার। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার বড় কোনো ক্ষতি হয়নি।” “হ্যাঁ, আমি খুব ভাগ্যবান ছিলাম। আমি শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলাম, নইলে হয়তো এখন আমি আপনার সঙ্গে কথা বলার মতো সৌভাগ্য হতো না”, বলেন ট্রাম্প। সূত্র : রয়টার্স, এনডিটিভি ওয়ার্ল্ড