ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশের অহংকার মনে করা হয় ওয়ানডে ফরম্যাটকে। ভক্তরাও প্রত্যাশা করেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যাই হোক, অন্তত ৫০ ওভারের খেলায় ভালো কিছুই করবে বাংলাদেশ। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আফগানিস্তান সিরিজে চোখ রেখেছিলেন শত শত ভক্ত। এবার ওয়ানডেতেও ভক্তদের চরম হতাশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেন তারা। শুধু সিরিজ হার নয়, র্যাংকিংয়েও বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে। শুধু বাংলাদেশ নয় নম্বরে নেমে গেছে, বিষয়টা এখানেই শেষ নয়। আফগানিস্তানও টপকে গেছে বাংলাদেশকে। আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে দেখা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল আট নম্বর র্যাংকিংয়ে। অন্যদিকে আফগানিস্তান ছিল নয় নম্বরে। এক সিরিজেই অবস্থান পুরোপুরি ঘুরিয়ে দিলো আফগানরা। শারজায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৬। আর আফগানিস্তানের ৮৪। সিরিজ শেষে দুই দলের রেটিংয়ই ৮৫। তবে পয়েন্টের হিসেবে এগিয়ে আছে আফগানরা। এক সময় র্যাংকিংয়ে বাংলাদেশ দখল করেছিল ছয় নম্বর স্থান। সেটা এখন শ্রীলঙ্কার দখলে। ওয়ানডে র্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছে ভারত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী তিনটি স্থান দখলে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাল আমদানির গতি মন্থর,এসেছে মাত্র সাড়ে ৯ হাজার টন

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশের অহংকার মনে করা হয় ওয়ানডে ফরম্যাটকে। ভক্তরাও প্রত্যাশা করেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যাই হোক, অন্তত ৫০ ওভারের খেলায় ভালো কিছুই করবে বাংলাদেশ। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আফগানিস্তান সিরিজে চোখ রেখেছিলেন শত শত ভক্ত। এবার ওয়ানডেতেও ভক্তদের চরম হতাশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেন তারা। শুধু সিরিজ হার নয়, র্যাংকিংয়েও বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে। শুধু বাংলাদেশ নয় নম্বরে নেমে গেছে, বিষয়টা এখানেই শেষ নয়। আফগানিস্তানও টপকে গেছে বাংলাদেশকে। আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে দেখা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল আট নম্বর র্যাংকিংয়ে। অন্যদিকে আফগানিস্তান ছিল নয় নম্বরে। এক সিরিজেই অবস্থান পুরোপুরি ঘুরিয়ে দিলো আফগানরা। শারজায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৬। আর আফগানিস্তানের ৮৪। সিরিজ শেষে দুই দলের রেটিংয়ই ৮৫। তবে পয়েন্টের হিসেবে এগিয়ে আছে আফগানরা। এক সময় র্যাংকিংয়ে বাংলাদেশ দখল করেছিল ছয় নম্বর স্থান। সেটা এখন শ্রীলঙ্কার দখলে। ওয়ানডে র্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছে ভারত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী তিনটি স্থান দখলে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।