ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

যাত্রাবাড়ী থেকে শতাধিক চোরাই ফোন উদ্ধার

  • আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) একটি গাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। গাড়িচালক সাফি আলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের শতাধিক মোবাইল ফোন ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। ডিসি আরও বলেন, জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকা কোনো একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ী থেকে শতাধিক চোরাই ফোন উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) একটি গাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। গাড়িচালক সাফি আলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের শতাধিক মোবাইল ফোন ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। ডিসি আরও বলেন, জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকা কোনো একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।