ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৪ নিরাপত্তা কর্মী নিহত

  • আপডেট সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর চার কর্মী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে গতকাল রোববার এক মোটরবাইক আরোহী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
কোয়েটা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে আফগান সীমান্তবর্তী মিয়া গুন্দি এলাকায় ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডস বাহিনী লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় হাজারা শিয়া সম্প্রদায়ের মানুষ সবজির ব্যবসা করে থাকে।
পুলিশের উপ মহাপরিদর্শক আজহার আকরাম জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আর অপর এক কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় আরও ১৭ রক্ষী এবং দুই বেসামরিক মানুষ আহত হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এক মুখপাত্র।
কোয়েটায় প্রায় ৫ লাখ হাজারার বসবাস। তাদের বেশিরভাগই শহরের প্রান্তে একটি এলাকায় বসবাস করে থাকে। এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেটসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হয়ে আসছে। তবে ফ্রন্টিয়ার গার্ডসকে লক্ষ্য করে আগেও হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচ স্বাধীনতাকামীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৪ নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর চার কর্মী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে গতকাল রোববার এক মোটরবাইক আরোহী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
কোয়েটা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে আফগান সীমান্তবর্তী মিয়া গুন্দি এলাকায় ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডস বাহিনী লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় হাজারা শিয়া সম্প্রদায়ের মানুষ সবজির ব্যবসা করে থাকে।
পুলিশের উপ মহাপরিদর্শক আজহার আকরাম জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আর অপর এক কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় আরও ১৭ রক্ষী এবং দুই বেসামরিক মানুষ আহত হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এক মুখপাত্র।
কোয়েটায় প্রায় ৫ লাখ হাজারার বসবাস। তাদের বেশিরভাগই শহরের প্রান্তে একটি এলাকায় বসবাস করে থাকে। এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেটসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হয়ে আসছে। তবে ফ্রন্টিয়ার গার্ডসকে লক্ষ্য করে আগেও হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচ স্বাধীনতাকামীরা।