ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেফতার ৭৪

  • আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অভিযানে ৫৩ জন পুরুষ ও ২১ জন নারীকে গ্রেফতার করা হয়।
সোমবার (৪ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন টঙ্গী কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এ অভিযানে মাদক সংরক্ষণ, বিক্রয়সহ নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৩ জন পুরুষ এবং ২১ জন নারীসহ মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়।
আইএসপিআর আরও জানায়, গ্রেফতারদের অধিকাংশই অভিযান চলাকালে নেশাগ্রস্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এর ফলে ওই এলাকার আইনশৃঙ্খালা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেফতার ৭৪

আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অভিযানে ৫৩ জন পুরুষ ও ২১ জন নারীকে গ্রেফতার করা হয়।
সোমবার (৪ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন টঙ্গী কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এ অভিযানে মাদক সংরক্ষণ, বিক্রয়সহ নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৩ জন পুরুষ এবং ২১ জন নারীসহ মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়।
আইএসপিআর আরও জানায়, গ্রেফতারদের অধিকাংশই অভিযান চলাকালে নেশাগ্রস্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এর ফলে ওই এলাকার আইনশৃঙ্খালা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।