ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জন্মের শর্ত

  • আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যমুনার কোলে, বসত গেল ঢলে।
নগ্ন আকাশ তলে রোদ বৃষ্টি জলে,
অসহায় মানুষের হৃদয় ভাঙে গাঙে;
অপারগ শরীর ক্ষুধা তৃষ্ণায় ভাঙে।

তিলে তিলে গড়া সোনার সংসার,
মুহূর্তেই গিলে খায় কালের গহ্বর।
হারায় না মানুষ, হারায় অবলম্বন,
হাহাকার নিয়ে খুঁজে ফেরে প্রিয়জন।

চলে গেছে জমি, হালের দুটো গরু;
বাঁচানো যায় নাই খোয়া গেছে জরু।
কত সাধ করে বেঁধেছিল ঘরখানা;
আসছে ঈদে চেয়েছিল পুঁতির মালা।

মালা পরে রয়, স্মৃতিতে প্রথিত হয়
ধূসর সে ব্যথা আর বিমূর্ত পরিচয়।
ভালোই হয়েছে ডুবে গেছে সব আশা,
সে গেছে চলে সাথে নিয়ে ভালোবাসা।

যার কিছু নেই, সে হারায় বারংবার!
বাবুরা ফিরে পায় বিস্তীর্ণ চরাচর।
খুশিতে চমক, লাঠিয়াল বাঁধে ঘর।
বিধাতার খেলা কত না চমৎকার!

কেন তুমি গড়, ফের কেন যে ভাঙো;
এমন খেলায় জীবন হলো যে সাঙ্গ।
কেন যে পাঠালে এমন কঠিন মর্ত্যে;
জানি না কী কথা ছিল জন্মের শর্তে।

কবি: শাহনেওয়াজ কবির ইমন

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মের শর্ত

আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

যমুনার কোলে, বসত গেল ঢলে।
নগ্ন আকাশ তলে রোদ বৃষ্টি জলে,
অসহায় মানুষের হৃদয় ভাঙে গাঙে;
অপারগ শরীর ক্ষুধা তৃষ্ণায় ভাঙে।

তিলে তিলে গড়া সোনার সংসার,
মুহূর্তেই গিলে খায় কালের গহ্বর।
হারায় না মানুষ, হারায় অবলম্বন,
হাহাকার নিয়ে খুঁজে ফেরে প্রিয়জন।

চলে গেছে জমি, হালের দুটো গরু;
বাঁচানো যায় নাই খোয়া গেছে জরু।
কত সাধ করে বেঁধেছিল ঘরখানা;
আসছে ঈদে চেয়েছিল পুঁতির মালা।

মালা পরে রয়, স্মৃতিতে প্রথিত হয়
ধূসর সে ব্যথা আর বিমূর্ত পরিচয়।
ভালোই হয়েছে ডুবে গেছে সব আশা,
সে গেছে চলে সাথে নিয়ে ভালোবাসা।

যার কিছু নেই, সে হারায় বারংবার!
বাবুরা ফিরে পায় বিস্তীর্ণ চরাচর।
খুশিতে চমক, লাঠিয়াল বাঁধে ঘর।
বিধাতার খেলা কত না চমৎকার!

কেন তুমি গড়, ফের কেন যে ভাঙো;
এমন খেলায় জীবন হলো যে সাঙ্গ।
কেন যে পাঠালে এমন কঠিন মর্ত্যে;
জানি না কী কথা ছিল জন্মের শর্তে।

কবি: শাহনেওয়াজ কবির ইমন

আজকের প্রত্যাশা/কেএমএএ