ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

নারী ফুটবল কোচ বাটলারের পদত্যাগ

  • আপডেট সময় : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বাধার সম্মুখীন হন পিটার বাটলার। কখনো দল নির্বাচনে তৃতীয় কারও হস্তক্ষেপ নিয়ে, কখনো ড্রেসিংরুমে কোন্দল নিয়ে। তবে এসব সহ্য করে কাজ করে গেছেন তিনি। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই ‘বিদায়’ বার্তা দিলেন বাটলার। তবে এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। গত ৩০ অক্টোবর বিষয়টি গণমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই শামিল হননি তিনি। কেন তিনি এমন করলেন জানতে চাইলে বলেন, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এত সমস্যায় আগে পড়িনি।
সমস্যাটা কেমন জানতে চাইলে বাটলার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই। তিনি বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।
বেশিদিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নারী ফুটবল কোচ বাটলারের পদত্যাগ

আপডেট সময় : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বাধার সম্মুখীন হন পিটার বাটলার। কখনো দল নির্বাচনে তৃতীয় কারও হস্তক্ষেপ নিয়ে, কখনো ড্রেসিংরুমে কোন্দল নিয়ে। তবে এসব সহ্য করে কাজ করে গেছেন তিনি। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই ‘বিদায়’ বার্তা দিলেন বাটলার। তবে এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। গত ৩০ অক্টোবর বিষয়টি গণমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই শামিল হননি তিনি। কেন তিনি এমন করলেন জানতে চাইলে বলেন, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এত সমস্যায় আগে পড়িনি।
সমস্যাটা কেমন জানতে চাইলে বাটলার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই। তিনি বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।
বেশিদিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।