ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

  • আপডেট সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই।
আগামী নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। চেন্নাই ধরে রেখেছে চার ক্রিকেটারকে। দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে নানা রকম গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রিটেনশন লিস্টে তাকে রেখেছে সিএসকে। একই সঙ্গে দেশি ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়, জাদেজা এবং শিবম দুবেকে ধরে রেখেছে তারা। আর বিদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় আছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

আপডেট সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই।
আগামী নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। চেন্নাই ধরে রেখেছে চার ক্রিকেটারকে। দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে নানা রকম গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রিটেনশন লিস্টে তাকে রেখেছে সিএসকে। একই সঙ্গে দেশি ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়, জাদেজা এবং শিবম দুবেকে ধরে রেখেছে তারা। আর বিদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় আছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।