ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের উজিরপুর থেকে সংগৃহীত কয়েকটি ধাঁধা

  • আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জাকির

 

বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন জনগোষ্ঠির বাস। ভাষাও রয়েছে বৈচিত্র্য। উজিরপুরের পশ্চিমের সাতলা, হারতা ইউনিয়নের লোকজনের ভাষার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া, বাগেরহাট-খুলনার ভাষার টান।
শিকারপুর, বামরাইল, গুঠিয়া ইউনিয়নের মানুষের কথ্যভাষার উচ্চারণের সাথে ওই ইউনিয়নগুলোর ভাষার শব্দ ও উচ্চারণে সামান্য পার্থক্য দেখা যায়। যেমন, উজিরপুরের ‘আজকে’ শব্দটি সাতলা ইউনিয়নের দিকে ‘আউজগা’ বা ‘আজগে’ রূপে পরিলক্ষিত হয়।
১.
ক.
‘সোয়ামী যহন চায় তহন দেয় না। বেগানা পুরুষে যহন চায় তহন দেয়।’
খ.
‘স্বামী যহন চায় তহন দেয় না। পরপুরুষে যহন চায় তহন দেয়।’
এ ধাঁধার ২টি বর্ণনামূলক রূপ পাওয়া গেছে- যা উজিরপুর থেকে সংগ্রহ করা হয়েছে।
শব্দ পরিচিতি : সোয়ামী=স্বামী/পতি, যহন=যখন, বেগানা=পর/অন্য/নিজের নয়, তহন=তখন

২.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল
সোয়ামী থাহে যতদিন
দেতে হয় ততদিন’।

খ.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল।
স্বামী থাহে যতকাল
দেতে অয় ততকাল।’
শব্দ পরিচিতি: বাল=চুল (বাল হিন্দি শব্দ), মইদ্দে=মাঝে, হ্যার=তার, লাল=লাল রঙ, থাহে=থাকে, অয়=হয়

৩.
‘দুই ঠ্যাং ধইর‌্যা
দেলাম ভইর‌্যা
কামকাইজ হাইর‌্যা
দেলাম ছাইর‌্যা।’

শব্দ পরিচিতি : ঠ্যাং=পা, ধইর‌্যা=ধরে, ভইর‌্যা=ভরে, কামকাইজ=কাজকর্ম, ছাইর‌্যা=ছেড়ে

৪.
‘না দেলে খায়
দেলে খায় না।’
কী অইবে বল না’।
খ.
‘না দেলে খায়
দেলে খায় না।’
হুনছোনি ফলনা
কী অইবে বল না’।

শব্দ পরিচিতি : অইবে=হবে, দেলে=দিলে, হুনছোনি=শোনছোনি/শোনা

৫.
ক.
হে এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
খ.
আজব এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
শব্দ পরিচিতি : নাহে=নাকে, বইয়্যা=বসে।
৬.
ক.
‘সবুজ বুরি হাডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমড়ি খায়।’
খ.
‘সবুজ বুড়ি আডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমডি খায়।’

শব্দ পরিচিতি : বুরি=বৃদ্ধ নারী, বুড়ি, হাডে=হাট, এ্যাউক্কা=একটা, দুউগ্যা=২টি, চিমড়ি= আঙুলের নখ দিয়ে চিমটি কাটা,
আডে=হাট, চিমডি/চিমড়ি উপরের একই অর্থ।

ধাঁধার উত্তর : ১. নারীদের মাথার কাপড় বা ঘোমটা ২. হিন্দু নারীদের মাথার সিঁদুর ৩. সরতা/সুপারি কাটার যন্ত্র
৪. গরুর মুখের ঠুসি ৫. চশমা ৬. লাউ

সংগ্রহকারী : মোস্তাফিজুর রহমান জাকির,
স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল : ২০২৪ সাল
মোবাইল নম্বর: ০১৭১১৯৭৩২০৮

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বরিশালের উজিরপুর থেকে সংগৃহীত কয়েকটি ধাঁধা

আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

মোস্তাফিজুর রহমান জাকির

 

বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন জনগোষ্ঠির বাস। ভাষাও রয়েছে বৈচিত্র্য। উজিরপুরের পশ্চিমের সাতলা, হারতা ইউনিয়নের লোকজনের ভাষার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া, বাগেরহাট-খুলনার ভাষার টান।
শিকারপুর, বামরাইল, গুঠিয়া ইউনিয়নের মানুষের কথ্যভাষার উচ্চারণের সাথে ওই ইউনিয়নগুলোর ভাষার শব্দ ও উচ্চারণে সামান্য পার্থক্য দেখা যায়। যেমন, উজিরপুরের ‘আজকে’ শব্দটি সাতলা ইউনিয়নের দিকে ‘আউজগা’ বা ‘আজগে’ রূপে পরিলক্ষিত হয়।
১.
ক.
‘সোয়ামী যহন চায় তহন দেয় না। বেগানা পুরুষে যহন চায় তহন দেয়।’
খ.
‘স্বামী যহন চায় তহন দেয় না। পরপুরুষে যহন চায় তহন দেয়।’
এ ধাঁধার ২টি বর্ণনামূলক রূপ পাওয়া গেছে- যা উজিরপুর থেকে সংগ্রহ করা হয়েছে।
শব্দ পরিচিতি : সোয়ামী=স্বামী/পতি, যহন=যখন, বেগানা=পর/অন্য/নিজের নয়, তহন=তখন

২.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল
সোয়ামী থাহে যতদিন
দেতে হয় ততদিন’।

খ.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল।
স্বামী থাহে যতকাল
দেতে অয় ততকাল।’
শব্দ পরিচিতি: বাল=চুল (বাল হিন্দি শব্দ), মইদ্দে=মাঝে, হ্যার=তার, লাল=লাল রঙ, থাহে=থাকে, অয়=হয়

৩.
‘দুই ঠ্যাং ধইর‌্যা
দেলাম ভইর‌্যা
কামকাইজ হাইর‌্যা
দেলাম ছাইর‌্যা।’

শব্দ পরিচিতি : ঠ্যাং=পা, ধইর‌্যা=ধরে, ভইর‌্যা=ভরে, কামকাইজ=কাজকর্ম, ছাইর‌্যা=ছেড়ে

৪.
‘না দেলে খায়
দেলে খায় না।’
কী অইবে বল না’।
খ.
‘না দেলে খায়
দেলে খায় না।’
হুনছোনি ফলনা
কী অইবে বল না’।

শব্দ পরিচিতি : অইবে=হবে, দেলে=দিলে, হুনছোনি=শোনছোনি/শোনা

৫.
ক.
হে এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
খ.
আজব এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
শব্দ পরিচিতি : নাহে=নাকে, বইয়্যা=বসে।
৬.
ক.
‘সবুজ বুরি হাডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমড়ি খায়।’
খ.
‘সবুজ বুড়ি আডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমডি খায়।’

শব্দ পরিচিতি : বুরি=বৃদ্ধ নারী, বুড়ি, হাডে=হাট, এ্যাউক্কা=একটা, দুউগ্যা=২টি, চিমড়ি= আঙুলের নখ দিয়ে চিমটি কাটা,
আডে=হাট, চিমডি/চিমড়ি উপরের একই অর্থ।

ধাঁধার উত্তর : ১. নারীদের মাথার কাপড় বা ঘোমটা ২. হিন্দু নারীদের মাথার সিঁদুর ৩. সরতা/সুপারি কাটার যন্ত্র
৪. গরুর মুখের ঠুসি ৫. চশমা ৬. লাউ

সংগ্রহকারী : মোস্তাফিজুর রহমান জাকির,
স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল : ২০২৪ সাল
মোবাইল নম্বর: ০১৭১১৯৭৩২০৮

আজকের প্রত্যাশা/কেএমএএ