শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে ৩৬ কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে অভিভাবক, এলাকাবাসী ও কিশোরী মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই কিশোরীরা উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক রামপ্রসাদ চক্রবর্তী ও অভিভাবকরা জানান, গত রোববার সকাল ১১টার দিকে হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ ম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ৭০ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে হঠাৎই তাদের কারো কারো শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের মধ্যে ২৫ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন অভিভাবকরা। অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যার পর থেকে রাত ১টার মধ্যে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন এবং জেলা সদর হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী চিকিৎসাধীন আছে।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা গতকাল সোমবার জানান, একটি সরকারি স্কুলে এইচপিভি টিকা দেওয়ার পর অসুস্থ হওয়ায় গত রাত পর্যন্ত ২৫ জন শিক্ষার্থীকে অত্র হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে ৭ জনকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে, ১২ জনকে চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়েছে, ৩ জন নিজ ইচ্ছায় বাড়িতে চলে গেছেন এবং এখনও ৩ জন ভর্তি রয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর, আমাদের কাছে রাতে ১৮ কিশোরীকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে জ্বরসহ শরীর ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে। এইচপিভি টিকা নিয়ে ভয়ের কিছু নেই। মূলত এই কিশোরীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারা সকলেই ভালো আছেন।
ঝিনাইগাতীতে এইচপিভি টিকা নিয়ে ৩৬ কিশোরী অসুস্থ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ