ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সিআইডি ফিরছে ৬ বছর পর

  • আপডেট সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছয় বছরের বিরতি শেষে ফের টেলিভিশনের পর্দায় ফিরছে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সিআইডি’। সংবাদ প্রতিদিন লিখেছে, এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিদের নিয়ে খুনের রহস্য উন্মোচনে সিআইডি টিম মাঠে নেমেছিল ১৯৯৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক সিরিয়ালটি জনপ্রিয় হয়েছে ভারত-বাংলাদেশের দর্শকদের কাছে। ২০১৮ সালের ২৭ অক্টোবর টিভির পর্দায় শেষবার দেখা গিয়েছিল সিআইডি টিমের। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক টিম। এর মধ্যে পুরনো পর্বগুলোই প্রচার হয়েছে। এবার বছর ছয়েক বাদে ফের গোয়েন্দা পুলিশের দল ফিরছে।
গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে ধারাবাহিকে। এসিপি প্রদ্যুমান হয়েছেন শিবাজি সত্যম, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে করছেন আদিত্য শ্রীবাস্তব, আর দয়ানন্দ শেঠি অভিনয় করছেন সিনিয়র ইন্সপেক্টর দয়ার চরিত্রে।
তবে টিমের সদস্য দীনেশ ফাডনিশ মারা গেছেন গত বছর। তিনি এই ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ অর্থাৎ ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন। এবার পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে কয়েকদিন আগে প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজি সত্যম। একঝলক দেখা গেছে অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। এরপর নতুন আরেকটি ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে দয়া, শিবাজির পাশাপাশি আদিত্য শ্রীবাস্তবকেও দেখা গেল অ্যাকশনে। টিজার সোশাল মিডিয়ায় প্রকাশ করে অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। কেউ লিখেছেন, “আমার শৈশব যেন আবার ফিরে এল।” আরেকজনের মন্তব্য, “উত্তেজনার পারদ তুঙ্গে।” “আমি বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম, অবশেষে অপেক্ষার অবসান”, মন্তব্য আরেকজনের। দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করছিরেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হতে পারে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন আব্বাস

সিআইডি ফিরছে ৬ বছর পর

আপডেট সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক: ছয় বছরের বিরতি শেষে ফের টেলিভিশনের পর্দায় ফিরছে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সিআইডি’। সংবাদ প্রতিদিন লিখেছে, এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিদের নিয়ে খুনের রহস্য উন্মোচনে সিআইডি টিম মাঠে নেমেছিল ১৯৯৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক সিরিয়ালটি জনপ্রিয় হয়েছে ভারত-বাংলাদেশের দর্শকদের কাছে। ২০১৮ সালের ২৭ অক্টোবর টিভির পর্দায় শেষবার দেখা গিয়েছিল সিআইডি টিমের। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক টিম। এর মধ্যে পুরনো পর্বগুলোই প্রচার হয়েছে। এবার বছর ছয়েক বাদে ফের গোয়েন্দা পুলিশের দল ফিরছে।
গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে ধারাবাহিকে। এসিপি প্রদ্যুমান হয়েছেন শিবাজি সত্যম, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে করছেন আদিত্য শ্রীবাস্তব, আর দয়ানন্দ শেঠি অভিনয় করছেন সিনিয়র ইন্সপেক্টর দয়ার চরিত্রে।
তবে টিমের সদস্য দীনেশ ফাডনিশ মারা গেছেন গত বছর। তিনি এই ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ অর্থাৎ ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন। এবার পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে কয়েকদিন আগে প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজি সত্যম। একঝলক দেখা গেছে অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। এরপর নতুন আরেকটি ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে দয়া, শিবাজির পাশাপাশি আদিত্য শ্রীবাস্তবকেও দেখা গেল অ্যাকশনে। টিজার সোশাল মিডিয়ায় প্রকাশ করে অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। কেউ লিখেছেন, “আমার শৈশব যেন আবার ফিরে এল।” আরেকজনের মন্তব্য, “উত্তেজনার পারদ তুঙ্গে।” “আমি বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম, অবশেষে অপেক্ষার অবসান”, মন্তব্য আরেকজনের। দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করছিরেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হতে পারে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।