ক্রীড়া ডেস্ক : চলতি বছরের সব গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে ভালোভাবেই এগিয়ে চলেছেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জকোভিচ। নেদারল্যান্ডসের তালন ঋক্সপোরকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। শুক্রবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ৬-২, ৬-৩, ৬-২ গেমে জেতেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ। চলতি বছরে এরই মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতেছেন জকোভিচ। ইউএস ওপেন জিতলে ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বছরের সব গ্র্যান্ড স্ল্যাম জিতবেন সার্বিয়ান এই তারকা। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি। ৩৪ বছর বয়সী জকোভিচকে যারা চ্যালেঞ্জ জানাতে পারেন তাদের একজন আলেক্সান্ডার জেভেরেভ স্পেনের আলবার্ত রামোস-ভিনোলাসকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। মাত্র এক ঘণ্টা ১৪ মিনিট স্থায়ী লড়াইয়ে ৬-১, ৬-০, ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন ২৪ বছর বয়সী জার্মানির এই চতুর্থ বাছাই।