ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

শেষ টেস্টের আগে কঠোর অনুশীলনে শান্তরা

  • আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম সেই ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় এইডেন মার্করামের দল। শের-ই বাংলার স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আগামী মঙ্গলবার লড়বে দুই দল। তার আগে গত শনিবার বন্দরনগরীতে পা রাখে আফ্রিকা এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর দিন রোববার দুপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। সাগরিকার তপ্ত রোদে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত থাকে ক্রিকেটাররা। প্রথম টেস্টে দলকে সবথেকে বেশি ভুগিয়েছে ব্যাটিং অর্ডার। দলের টপ অর্ডার ব্যাটাররা পারেননি রান তুলতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হকরা ছিলেন একেবারেই ব্যর্থ। যে কারণে ব্যাটিং নিয়ে চিন্তার শেষ নেই দলের। জহুর আহমেদে তাই ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছেন ব্যাটাররা। শান্তকে দেখা গেছে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের ক্লাসের মনোযোগী ছাত্র হিসেবে। এছাড়া মুশফিকুর রহিম, লিটন দাসরাও নিজেদের ব্যস্ত রেখেছিলেন অনুশীলনে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শেষ টেস্টের আগে কঠোর অনুশীলনে শান্তরা

আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম সেই ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় এইডেন মার্করামের দল। শের-ই বাংলার স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আগামী মঙ্গলবার লড়বে দুই দল। তার আগে গত শনিবার বন্দরনগরীতে পা রাখে আফ্রিকা এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর দিন রোববার দুপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। সাগরিকার তপ্ত রোদে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত থাকে ক্রিকেটাররা। প্রথম টেস্টে দলকে সবথেকে বেশি ভুগিয়েছে ব্যাটিং অর্ডার। দলের টপ অর্ডার ব্যাটাররা পারেননি রান তুলতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হকরা ছিলেন একেবারেই ব্যর্থ। যে কারণে ব্যাটিং নিয়ে চিন্তার শেষ নেই দলের। জহুর আহমেদে তাই ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছেন ব্যাটাররা। শান্তকে দেখা গেছে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের ক্লাসের মনোযোগী ছাত্র হিসেবে। এছাড়া মুশফিকুর রহিম, লিটন দাসরাও নিজেদের ব্যস্ত রেখেছিলেন অনুশীলনে।