ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বিশ্ব এখনই এজিআই আনতে প্রস্তুত নয়’

  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: এজিআই বা মানুষের মস্তিষ্কের মতো ভালোভাবে কাজ করতে পারবেÑ এমন কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশ্ব এখনই প্রস্তুত নয় বলে মনে করেন ওপেনএআইয়ের জ্যেষ্ঠ এক বিদায়ী গবেষক। কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই আসার বিষয়টি অনুমান করছেন গবেষকরা। মানুষের মতোই বিভিন্ন ধরনের কাজে পারদর্শী হবে এসব এআই সিস্টেম।
অনেকেই বলছেন, এজিআই আসার ফলে হুমকির মধ্যে পড়তে পারে মানুষের অস্তিত্ব। কারণ এজিআই এলে বিভিন্ন কম্পিউটার এমনভাবে আচরণ করবে, যা মানুষের পক্ষে অনুমান করাও হয়ত সম্ভব হবে না বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে।
সম্প্রতি এজিআই আনতে ওপেনএআই প্রস্তুত কি না তা নিয়ে কথা বলেছেন চ্যাটজিপিটির ডেভেলপার মাইলস ব্রুন্ডেজ। তিনি বলেন, এজিআই আনার জন্য গোটা বিশ্ব এবং কোম্পানি কেউই এখনো ‘প্রস্তুত নয়।
চ্যাটজিপিটির ডেভেলপার হিসাবে কাজ করার পাশাপাশি ওপেনএআইয়ের ‘এজিআই তৈরির জন্য জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসাবে কোম্পানিটিতে ছিলেন ব্রুন্ডেজ। এজিআই তৈরির সিদ্ধান্ত থেকে ওপেনএআই সরে আসার পর এ সপ্তাহে চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি।
এই প্রস্তুতির অভাব নিয়ে ওপেনএআইয়ের শীর্ষ নেতৃত্বের কোনো বিতর্ক নেই। তবে, গুরুত্বপূর্ণ অন্য একটি প্রশ্ন হচ্ছে, কোম্পানি ও বিশ্বের এই সময়ে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে কি না। আর এজিআই কবে আসবে তা নির্ভর করবে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও এআই সুরক্ষার ক্ষেত্রে আশপাশের প্রেক্ষাপট কীভাবে পরিবর্তিত হয় তার উপর, বলেছেন ব্রুন্ডেজ।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের পরিকল্পনা ও কোম্পানিটি নিরাপত্তা ইস্যুকে কতটা মূল্য দেয় তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওপেনএআইকে।
নিরাপদ উপায়ে কীভাবে এআইকে তৈরি করা যায় তা নিয়ে গবেষণার লক্ষ্যে একটি অলাভজনক কোম্পানি হিসেবে ওপেনএআই যাত্রা শুরু করলেও চ্যাটজিপিটি’র সাফল্যের পর বড় বিনিয়োগ ও লাভের জন্য নিজেদের নতুন প্রযুক্তি ব্যবহারে রীতিমতো চাপের মধ্যে রয়েছে ওপেনএআই।
বিভিন্ন কারণে কোম্পানিটি ছাড়ার ঘোষণা দেন ব্রুন্ডেজ। যার মধ্যে রয়েছে, কোম্পানিটির কিছু প্রকল্পে কাজ করার সময় নেই তার এবং তিনি মূলত যা করতে চেয়েছেন তা করে ফেলেছেন। এছাড়া ব্রুন্ডেজ বলেছেন, ওপেনএআইয়ের বাইরে থেকে কাজ করা তার জন্য সহজ হবে। কারণ কোম্পানিটির পক্ষপাত ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকবেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব এখনই এজিআই আনতে প্রস্তুত নয়’

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

প্রযুক্তি ডেস্ক: এজিআই বা মানুষের মস্তিষ্কের মতো ভালোভাবে কাজ করতে পারবেÑ এমন কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশ্ব এখনই প্রস্তুত নয় বলে মনে করেন ওপেনএআইয়ের জ্যেষ্ঠ এক বিদায়ী গবেষক। কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই আসার বিষয়টি অনুমান করছেন গবেষকরা। মানুষের মতোই বিভিন্ন ধরনের কাজে পারদর্শী হবে এসব এআই সিস্টেম।
অনেকেই বলছেন, এজিআই আসার ফলে হুমকির মধ্যে পড়তে পারে মানুষের অস্তিত্ব। কারণ এজিআই এলে বিভিন্ন কম্পিউটার এমনভাবে আচরণ করবে, যা মানুষের পক্ষে অনুমান করাও হয়ত সম্ভব হবে না বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে।
সম্প্রতি এজিআই আনতে ওপেনএআই প্রস্তুত কি না তা নিয়ে কথা বলেছেন চ্যাটজিপিটির ডেভেলপার মাইলস ব্রুন্ডেজ। তিনি বলেন, এজিআই আনার জন্য গোটা বিশ্ব এবং কোম্পানি কেউই এখনো ‘প্রস্তুত নয়।
চ্যাটজিপিটির ডেভেলপার হিসাবে কাজ করার পাশাপাশি ওপেনএআইয়ের ‘এজিআই তৈরির জন্য জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসাবে কোম্পানিটিতে ছিলেন ব্রুন্ডেজ। এজিআই তৈরির সিদ্ধান্ত থেকে ওপেনএআই সরে আসার পর এ সপ্তাহে চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি।
এই প্রস্তুতির অভাব নিয়ে ওপেনএআইয়ের শীর্ষ নেতৃত্বের কোনো বিতর্ক নেই। তবে, গুরুত্বপূর্ণ অন্য একটি প্রশ্ন হচ্ছে, কোম্পানি ও বিশ্বের এই সময়ে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে কি না। আর এজিআই কবে আসবে তা নির্ভর করবে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও এআই সুরক্ষার ক্ষেত্রে আশপাশের প্রেক্ষাপট কীভাবে পরিবর্তিত হয় তার উপর, বলেছেন ব্রুন্ডেজ।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের পরিকল্পনা ও কোম্পানিটি নিরাপত্তা ইস্যুকে কতটা মূল্য দেয় তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওপেনএআইকে।
নিরাপদ উপায়ে কীভাবে এআইকে তৈরি করা যায় তা নিয়ে গবেষণার লক্ষ্যে একটি অলাভজনক কোম্পানি হিসেবে ওপেনএআই যাত্রা শুরু করলেও চ্যাটজিপিটি’র সাফল্যের পর বড় বিনিয়োগ ও লাভের জন্য নিজেদের নতুন প্রযুক্তি ব্যবহারে রীতিমতো চাপের মধ্যে রয়েছে ওপেনএআই।
বিভিন্ন কারণে কোম্পানিটি ছাড়ার ঘোষণা দেন ব্রুন্ডেজ। যার মধ্যে রয়েছে, কোম্পানিটির কিছু প্রকল্পে কাজ করার সময় নেই তার এবং তিনি মূলত যা করতে চেয়েছেন তা করে ফেলেছেন। এছাড়া ব্রুন্ডেজ বলেছেন, ওপেনএআইয়ের বাইরে থেকে কাজ করা তার জন্য সহজ হবে। কারণ কোম্পানিটির পক্ষপাত ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকবেন তিনি।