ভাত কেড়ে খাবি খা
ত্বকে আঁকা গোপন স্বপ্ন আমার
কেড়ে নিবি নিয়ে যা-
সব দিলাম।
খুশি হয়েছিস উদর পুরে খা-
আমি কি রাষ্ট্রের সেই সন্তান
ঠুনকো উপহাসে চোখের সব পানি ঝেড়ে
বেকুবের মতো দারিদ্রের উঠোনে
হিসেবনিকেশের কর গুনে গুনে
নীরব সূর্যাস্ত সূর্য হবো?
কানে বাজে দিব্যি
ব্যথিত ধ্রুপদী পারদর্শী ঘুঘু কড়া দুপুরে
অবাক বিস্ময়ে ডাকে জননী স্বরে।
কবি: সাজেদ বিশ্বাস
আজকের প্রত্যাশা/কেএমএএ