ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুটি ছেলে ও ৯ মাসের একটি মেয়ে রয়েছে। নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে প্রতিবেশীর ডাকে উঠে দেখি আমার স্ত্রী পাশে নেই। আমার শিশু মেয়েটি তখন কাঁদছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রী গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।


























