শহিদুল হক ডাকুয়া
বরিশালে কথ্যভাষায় কিছু শব্দ ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। যা বাংলাদেশের বাংলা অভিধানেও স্থান পেয়েছে। এই শব্দগুলো একান্তই বরিশাল এলাকার মানুষের মুখের কথা। এ পর্বে যে আঞ্চলিক শব্দগুলো দেয়া হলো তা মূলত বরিশালের উজিরপুর উপজেলা থেকেই সংগ্রহিত।
বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শব্দগুলো সংগ্রহ করেছেন শহিদুল হক ডাকুয়া উজিরপুর।
ক. “ব্যাগার দেওয়া বা ব্যাগার লওয়া”
একজনকে বিনা পরিশ্রমে কাজে সহায়তা করা তবে, খাওয়ানো হতো।
খ. বিচকি দেওয়া/খাওয়া
জমিতে চাষ দেয়া/ ধান বুনানোর সময় মাঠে বসে যে খাবার খেত তাকে বিচকি বলা হত।
গ. ‘কোলা’
ফসলের জমি বা মাঠকে বলা হত কোলা।
ঘ. ভ্যাঙগান
কাউর দোষত্রুটি তুলে ধরা/ অন্যের সমালোচনা করা।
ঙ. চ্যাগা
এটি দু’জায়গায় ব্যবহৃত হতো :
দুই পা দুই দিকে ছড়ান এবং কাউকে পছন্দ না হলে।
“এউ তুই ওরে ওরহম চ্যাগাও ক্যা”?
একটি গল্প আছে, শাস্তি দেয়ার লক্ষ্যে এক শিক্ষক ছাত্রকে বলেছিলেন চ্যাগা। ছাত্র চ্যাগাচ্ছে, শিক্ষক বলেছিলেন আরও চ্যাগা। ছাত্রটি চ্যাগাচ্ছে আর চ্যাগাচ্ছে। এক পর্যায়ে ছাত্র বলছে,
“স্যার, মোর আর চ্যাগা নাই।”
চ. “এউ”
তুই/ তুমি সম্মোধনের পরিবর্তে।
ছ. “ওরহম”- ঐরকম।
জ. “ক্যাঁ”- কেন।
ঝ. হাগা গাছ/ টাট্টি/লেট্টিন”
মল-মূত্র ত্যাগের জায়গা।
আগের দিনের স্ত্রীরা তাদের স্বামীদের সম্বোধন করতেন এই বলে,
‘অ্যাহান হোনছেন?
মোগো ঘরের উনি কি ঘরে আছেন?’
আবার স্বামীরা স্ত্রীদের সম্বোধন করতেন এই বলে,
‘অ্যাহাও হোনছো?
মোগো ঘরের ওনি কি ঘরে আছে?’
সংগ্রহকারী : শহিদুল হক ডাকুয়া
সংগ্রহ স্থান : ডাকুয়া বাড়ি, হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময় : ২০২৪
মোবাইল : ০১৭১১২৪৪১৪৫