ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দ্রব্যমূল্য লাগামহীন, নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ চাই

  • আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন : সম্প্রতি জ্যামিতিক হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি হচ্ছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি জনসাধারণের আয়, বেড়েছে শুধু তাদের নাভিশ্বাস ও দুর্ভোগ। নিত্যপণ্যের বাজারে যেন দাবানলের আগুন! নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মতো সীমিত আয়ের মানুষের ভোগ্য পণ্য ক্রয় করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশের জনসাধারণের একটি বিশাল অংশ বেকার, আবার বেশির ভাগ কর্মজীবী মানুষের আয় অত্যন্ত সীমাবদ্ধ।
বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের এমন আস্ফাালনের পেছনের প্রধান কারণ হলো অনৈতিক ব্যবসায়ীদের সিন্ডিকেট। এসব সিন্ডিকেট অধিক মুনাফা লাভের জন্য কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচিত অনতিবিলম্বে সব ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে বসে পরামর্শ করে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। সরকার এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেগুলো খুব একটা বেশি ফলপ্রসূ হচ্ছে না। এ ক্ষেত্রে সরকারকে নিজেদের ভুলগুলো চিহ্নিত করে শক্ত হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ অনিবার্যভাবেই শোচনীয়।
লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দ্রব্যমূল্য লাগামহীন, নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ চাই

আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন : সম্প্রতি জ্যামিতিক হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি হচ্ছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি জনসাধারণের আয়, বেড়েছে শুধু তাদের নাভিশ্বাস ও দুর্ভোগ। নিত্যপণ্যের বাজারে যেন দাবানলের আগুন! নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মতো সীমিত আয়ের মানুষের ভোগ্য পণ্য ক্রয় করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশের জনসাধারণের একটি বিশাল অংশ বেকার, আবার বেশির ভাগ কর্মজীবী মানুষের আয় অত্যন্ত সীমাবদ্ধ।
বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের এমন আস্ফাালনের পেছনের প্রধান কারণ হলো অনৈতিক ব্যবসায়ীদের সিন্ডিকেট। এসব সিন্ডিকেট অধিক মুনাফা লাভের জন্য কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচিত অনতিবিলম্বে সব ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে বসে পরামর্শ করে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। সরকার এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেগুলো খুব একটা বেশি ফলপ্রসূ হচ্ছে না। এ ক্ষেত্রে সরকারকে নিজেদের ভুলগুলো চিহ্নিত করে শক্ত হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ অনিবার্যভাবেই শোচনীয়।
লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা