সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে ছাতারদীঘি ইউনিয়ন পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ রাস্তার মেরামতের কাজ ২০২০ সালে শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘদিনেও কাজটি সম্পন্ন হয়নি। এই দুই ইউনিয়নে ৬১টি গ্রাম রয়েছে, যেগুলো জেলা ও উপজেলায় যাতায়াতের জন্য এই রাস্তার ওপর নির্ভরশীল। যাত্রীদের মাঝেমধ্যে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়। বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য এই রাস্তা ব্যবহার করা কঠিন।
বছরের পর বছর ধরে চলমান এই সমস্যার কারণে গ্রামীণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তার মেরামতকাজ না হওয়ায় শুধু যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়নি, বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অতি দ্রুত রাস্তার মেরামত কাজ সম্পন্ন করুন।
মিথিলা
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
(চিঠিপত্র),রাস্তাটি মেরামত করুন
জনপ্রিয় সংবাদ