ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উজিরপুরের কথ্যভাষার শব্দগুলো

  • আপডেট সময় : ০৮:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

মো. জুনায়েদ খান সিয়াম

 

বরিশালের কথ্যভাষার রয়েছে আলাদা একটা বৈশিষ্ট্য। বাংলাদেশের অন্য জেলাগুলোর সাথে অনেক শব্দ উচ্চারণে মিল নেই। যেমন পেয়ারাকে বলে ‘গইয়া’। পাকের ঘরের নাম ‘ওশ্যা ঘর’। এরকম বরিশালের কিছু কথ্যভাষার শব্দ উজিরপুর উপজেলা থেকে সংগ্রহ করেছেন সাংবাদিক মো. জুনায়েদ খান সিয়াম।

শব্দগুলো:
কবুতর-কইতোর,
কলা গাছের ভেলা-ভুর,
গুড়-মিডা
চিরুনি-কাহোই,
জাম্বুরা-ছোলোম,
জামরুল-লকোট,
পেয়ারা-হবরি/গইয়া,
নারিকেল-নাহোইল,
রান্নাঘর-ওশ্যাঘর,
পাতিল-পাইল্লা,
মোরগ-রাওয়া,
মুরগি-মুরহা
শিম-উশ্যি,
পেঁপে- কোম্বা,
বিড়াল-বিলোই/বিলাই,
সাঁতার-হাঁতোর,
বোকা-বোগদা,
সামনের ঘর/ড্রয়িংরুম-আইতনা,
স্টোররুম-উগোইর,
মেঝে/ফ্লোর-খাডাল,
লাকড়ি-দাউর/লারহি,
তরকারি- শালুন
তরকারির ঝোল- হুররা,
লাউ- কদু,
খেত/ফসলের মাঠ- কোলা,
গোছল- নাওয়া
উঠান/উঠোন-উডান,
শসা- হোয়া,
বজ্রপাত-ঠাডা
ঝারু-পিছা
তেতুল-ট্যাংগা,
টাকি মাছ-চ্যাঙ মাছ/টাহি,
শিশু- গেদা/মনু/মোনু,
বৃষ্টি-দ্যাওই/বষ্যা,
টক-চুক্কা/চুহা,
সকাল-বেইন্নাহাল/বিয়ান
সরিষার তেল-কউররা ত্যাল/হউররার ত্যাল,
চাষাবাদ-আইল্লাডি,
দাঁড়িপাল্লা-পালা পোইরান,
কেরোসিন তেল-কেরেস ত্যাল,
মাইর-কেনু/ছ্যাচা
হাস-মুরগির খাবার-আদার।

সংগ্রহকারী : মো. জুনায়েদ খান সিয়াম
গ্রাম : উজিরপুর, পুরানবাজার, উজিরপুর পৌরসভা
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
মোবাইল নম্বর-০১৭৫৯৫৩১২৬৭

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উজিরপুরের কথ্যভাষার শব্দগুলো

আপডেট সময় : ০৮:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মো. জুনায়েদ খান সিয়াম

 

বরিশালের কথ্যভাষার রয়েছে আলাদা একটা বৈশিষ্ট্য। বাংলাদেশের অন্য জেলাগুলোর সাথে অনেক শব্দ উচ্চারণে মিল নেই। যেমন পেয়ারাকে বলে ‘গইয়া’। পাকের ঘরের নাম ‘ওশ্যা ঘর’। এরকম বরিশালের কিছু কথ্যভাষার শব্দ উজিরপুর উপজেলা থেকে সংগ্রহ করেছেন সাংবাদিক মো. জুনায়েদ খান সিয়াম।

শব্দগুলো:
কবুতর-কইতোর,
কলা গাছের ভেলা-ভুর,
গুড়-মিডা
চিরুনি-কাহোই,
জাম্বুরা-ছোলোম,
জামরুল-লকোট,
পেয়ারা-হবরি/গইয়া,
নারিকেল-নাহোইল,
রান্নাঘর-ওশ্যাঘর,
পাতিল-পাইল্লা,
মোরগ-রাওয়া,
মুরগি-মুরহা
শিম-উশ্যি,
পেঁপে- কোম্বা,
বিড়াল-বিলোই/বিলাই,
সাঁতার-হাঁতোর,
বোকা-বোগদা,
সামনের ঘর/ড্রয়িংরুম-আইতনা,
স্টোররুম-উগোইর,
মেঝে/ফ্লোর-খাডাল,
লাকড়ি-দাউর/লারহি,
তরকারি- শালুন
তরকারির ঝোল- হুররা,
লাউ- কদু,
খেত/ফসলের মাঠ- কোলা,
গোছল- নাওয়া
উঠান/উঠোন-উডান,
শসা- হোয়া,
বজ্রপাত-ঠাডা
ঝারু-পিছা
তেতুল-ট্যাংগা,
টাকি মাছ-চ্যাঙ মাছ/টাহি,
শিশু- গেদা/মনু/মোনু,
বৃষ্টি-দ্যাওই/বষ্যা,
টক-চুক্কা/চুহা,
সকাল-বেইন্নাহাল/বিয়ান
সরিষার তেল-কউররা ত্যাল/হউররার ত্যাল,
চাষাবাদ-আইল্লাডি,
দাঁড়িপাল্লা-পালা পোইরান,
কেরোসিন তেল-কেরেস ত্যাল,
মাইর-কেনু/ছ্যাচা
হাস-মুরগির খাবার-আদার।

সংগ্রহকারী : মো. জুনায়েদ খান সিয়াম
গ্রাম : উজিরপুর, পুরানবাজার, উজিরপুর পৌরসভা
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
মোবাইল নম্বর-০১৭৫৯৫৩১২৬৭