মোঃ জুনায়েদ খান সিয়াম
ছোটবেলার মধুর স্মৃতি
আজও চোখে ভাসে,
মাঝে মাঝে মনে পড়ে
মনটি আমার হাসে।
ডানপিটে মন ছুটতো মাঠে
সঙ্গী ছিল মেলা,
সকাল-বিকাল সব সময়ই
উঠতো জমে খেলা।
লাটিম খেলা বেজায় প্রিয়
ছিল আমার তরে,
সাত আটটা সব সময়ই
থাকতো আমার ঘরে।
লাটাই হাতে ঘূর্নি নিয়ে
ছুটে যেতাম মাঠে,
আকাশ পানে সূতার খেলা
কে, কারটা কাটে।
গোল্লাছুটের দৌড় দিতে যে
ছিলাম আমি পটু,
হার মানিনি কভু আমি
যদিও ছিলাম মটু।
এক বারিতে ডাংগুলিটা
দিতাম দূরে ছুড়ে,
খেলা হতো সবাই মিলে
মাঠটি পুরো জুড়ে।
খেলার ভিতর ঝগড়া-ঝাটি
রোজই হতো ক্ষণেক,
পরোক্ষনেই মিটে যেতো
জাগতো প্রীতি অনেক।
আরও ছিল আড্ডাবাজি
খেলার মাঝে মাঝে,
দল বেঁধে সব গান গাইতাম
সকাল বিকাল সাঁঝে।
কোথায় গেল সে দিনগুলি
খুঁজি ঘুরে ফিরে,
মনের ভিতর আছে আজও
স্মৃতির চাদর ঘিরে।