ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

অবৈধ অনুপ্রবেশকালে আটক দুই ভারতীয় নাগরিক

  • আপডেট সময় : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার (১৯ অক্টোবর) ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটকরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা কেউই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অবৈধ অনুপ্রবেশকালে আটক দুই ভারতীয় নাগরিক

আপডেট সময় : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার (১৯ অক্টোবর) ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটকরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা কেউই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।