ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

এবার ‘যুগান্তকারী’ পোর্টেবল সৌর প্যানেল তৈরি হচ্ছে

  • আপডেট সময় : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: এক ‘যুগান্তকারী’ পোর্টেবল সোলার বা সৌর প্যানেল তৈরি করছেন গবেষকরা, যা ডিভাইস চার্জিংয়ের জন্য ব্যবহার করা যাবে বলে দাবি তাদের। পেরোভস্কাইট খনিজ উপাদান থেকে অতি পাতলা সৌর প্যানেল তৈরি করছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর ‘ন্যাশনাল থিন-ফিল্ম ক্লাস্টার ফ্যাসিলিটি বা এনটিসিএফ ফর অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটিরিয়ালস’ বিভাগের বিজ্ঞানীরা। পেরোভস্কাইট হচ্ছে স্ফটিক কাঠামো, যা ক্যালসিয়াম টাইটানিয়াম অক্সাইড (ঈধঞরঙ৩) নিয়ে গঠিত।
গবেষকদের মতে, সিলিকনের বদলে তুলনামূলক সাশ্রয়ী, আরও কার্যকর এবং ছোট আকারে তৈরি করা যেতে পারে পেরোভস্কাইট উপাদান থেকে তৈরি এসব সৌর প্যানেল। নতুন প্রযুক্তির মানেই হচ্ছে আপনি আরও বেশি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, বলেছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হেনরি স্নাইথ।
প্রচলিতভাবে বিভিন্ন সৌর প্যানেল তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে। তবে অধ্যাপক স্নাইথ বলছেন, ‘সিলিকনের সর্বোচ্চ সক্ষমতা’ আমরা ব্যবহার করে ফেলেছি। এসব পোর্টেবল সৌর প্যানেল হবে তারহীন এবং এগুলো সরাসরি কোনও ডিভাইসে আটকে থাকবে। ফলে এদের ওপর এসে পড়া যে কোনও আলো এরা শোষণ করবে ও তা শক্তিতে রূপান্তর করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গবেষকদের দাবি, ভবন, গাড়ি, এমনকি পোশাকের উপর ব্যবহারের জন্য এই ‘যুগান্তকারী’ প্রযুক্তিটি যথেষ্ট পাতলা ও নমনীয় হবে। আলো শোষণ করবে এমন একাধিক স্তরকে একটি সৌর কোষে বসানো হবে। ফলে হালকা বর্ণালীর আলোক রশ্মিও ব্যবহার করবে এসব পেরোভস্কাইট উপাদান, যা সহায়তা করবে প্রচলিত সৌর প্যানেলের চেয়ে একই পরিমাণ সূর্যালোক থেকে আরও বেশি শক্তি উৎপাদন করতে। বিজ্ঞানীরা বলছেন, সোলার ফার্মের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে এসব নতুন সৌর প্যানেল। এরইমধ্যে নতুন প্রযুক্তিটি ব্যবহার করে নিজেদের প্রথম বাণিজ্যিক পণ্য বিক্রি শুরু করেছে ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর গবেষণা দল থেকে বেরিয়ে আসা বেসরকারি কোম্পানি ‘অক্সফোর্ড পিভি’।
গবেষকদের দলটি পেরোভস্কাইট উপাদানের কার্যকারিতা ‘আরও বেশি বাড়ানোর কাজ’ চালিয়ে যাবে, বলেছেন অধ্যাপক স্নাইথ। “পেরোভস্কাইট উপাদানটিকে আমরা দরকারি করে তুলতে পারি। যেমন– বিভিন্ন পোশাক বা ব্যাকপ্যাকে ও ভবনের ছাদে, এসব স্থানে হালকা ওজনের পেরোভস্কাইটের প্রয়োজন হতে পারে”

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

এবার ‘যুগান্তকারী’ পোর্টেবল সৌর প্যানেল তৈরি হচ্ছে

আপডেট সময় : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: এক ‘যুগান্তকারী’ পোর্টেবল সোলার বা সৌর প্যানেল তৈরি করছেন গবেষকরা, যা ডিভাইস চার্জিংয়ের জন্য ব্যবহার করা যাবে বলে দাবি তাদের। পেরোভস্কাইট খনিজ উপাদান থেকে অতি পাতলা সৌর প্যানেল তৈরি করছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর ‘ন্যাশনাল থিন-ফিল্ম ক্লাস্টার ফ্যাসিলিটি বা এনটিসিএফ ফর অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটিরিয়ালস’ বিভাগের বিজ্ঞানীরা। পেরোভস্কাইট হচ্ছে স্ফটিক কাঠামো, যা ক্যালসিয়াম টাইটানিয়াম অক্সাইড (ঈধঞরঙ৩) নিয়ে গঠিত।
গবেষকদের মতে, সিলিকনের বদলে তুলনামূলক সাশ্রয়ী, আরও কার্যকর এবং ছোট আকারে তৈরি করা যেতে পারে পেরোভস্কাইট উপাদান থেকে তৈরি এসব সৌর প্যানেল। নতুন প্রযুক্তির মানেই হচ্ছে আপনি আরও বেশি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, বলেছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হেনরি স্নাইথ।
প্রচলিতভাবে বিভিন্ন সৌর প্যানেল তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে। তবে অধ্যাপক স্নাইথ বলছেন, ‘সিলিকনের সর্বোচ্চ সক্ষমতা’ আমরা ব্যবহার করে ফেলেছি। এসব পোর্টেবল সৌর প্যানেল হবে তারহীন এবং এগুলো সরাসরি কোনও ডিভাইসে আটকে থাকবে। ফলে এদের ওপর এসে পড়া যে কোনও আলো এরা শোষণ করবে ও তা শক্তিতে রূপান্তর করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গবেষকদের দাবি, ভবন, গাড়ি, এমনকি পোশাকের উপর ব্যবহারের জন্য এই ‘যুগান্তকারী’ প্রযুক্তিটি যথেষ্ট পাতলা ও নমনীয় হবে। আলো শোষণ করবে এমন একাধিক স্তরকে একটি সৌর কোষে বসানো হবে। ফলে হালকা বর্ণালীর আলোক রশ্মিও ব্যবহার করবে এসব পেরোভস্কাইট উপাদান, যা সহায়তা করবে প্রচলিত সৌর প্যানেলের চেয়ে একই পরিমাণ সূর্যালোক থেকে আরও বেশি শক্তি উৎপাদন করতে। বিজ্ঞানীরা বলছেন, সোলার ফার্মের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে এসব নতুন সৌর প্যানেল। এরইমধ্যে নতুন প্রযুক্তিটি ব্যবহার করে নিজেদের প্রথম বাণিজ্যিক পণ্য বিক্রি শুরু করেছে ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর গবেষণা দল থেকে বেরিয়ে আসা বেসরকারি কোম্পানি ‘অক্সফোর্ড পিভি’।
গবেষকদের দলটি পেরোভস্কাইট উপাদানের কার্যকারিতা ‘আরও বেশি বাড়ানোর কাজ’ চালিয়ে যাবে, বলেছেন অধ্যাপক স্নাইথ। “পেরোভস্কাইট উপাদানটিকে আমরা দরকারি করে তুলতে পারি। যেমন– বিভিন্ন পোশাক বা ব্যাকপ্যাকে ও ভবনের ছাদে, এসব স্থানে হালকা ওজনের পেরোভস্কাইটের প্রয়োজন হতে পারে”

আজকের প্রত্যাশা/কেএমএএ