নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে শাহরিয়া আশিক (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক পেশায় সিএনজি চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান রোড নাম্বার ৪ এলাকায় নিহতের বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাত দেখা গেছে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় সকালের দিকে মোহাম্মদপুর ৪০ ফিট রাস্তায় এলাকায় কে বা কারা আশিককে পিটিয়ে ফেলে রাখে। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে চাঁদ উদ্যান ৪ নম্বর রোডে তার বাসার সামনে নিয়ে আসে। সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।