ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে নির্বিচার গুলি, আহত ৪

  • আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার একটি প্যান্ডেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে রাজ্যটির আরাহ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেল লক্ষ্য করে গুলি ছোড়ার পর পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করেছে। আহতদের আরমান আনসারি (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহি কুমার বলে শনাক্ত করা হয়েছে। আরমানের পেছনে, সুনিলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহির কোমড়ে গুলি লেগেছে। গুলি লাগার পর দ্রুত তাদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, তাদের মধ্যে দুইজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করতে হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
কী কারণে এ হামলা চালানো হয়েছে তা পরিষ্কার হয়নি। হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আহত সুনিল জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে কোনো সতর্কতা না জানিয়েই গুলি শুরু করে। এ ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন এবং দুর্গাপূজার এ সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে নির্বিচার গুলি, আহত ৪

আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার একটি প্যান্ডেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে রাজ্যটির আরাহ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেল লক্ষ্য করে গুলি ছোড়ার পর পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করেছে। আহতদের আরমান আনসারি (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহি কুমার বলে শনাক্ত করা হয়েছে। আরমানের পেছনে, সুনিলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহির কোমড়ে গুলি লেগেছে। গুলি লাগার পর দ্রুত তাদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, তাদের মধ্যে দুইজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করতে হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
কী কারণে এ হামলা চালানো হয়েছে তা পরিষ্কার হয়নি। হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আহত সুনিল জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে কোনো সতর্কতা না জানিয়েই গুলি শুরু করে। এ ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন এবং দুর্গাপূজার এ সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।