তুহীন বিশ্বাস : সঞ্চিত না বলা কষ্টগুলো অভীষ্টে নষ্ট পথে,
শাখাপ্রশাখা বিস্তারে ছড়িয়ে পড়ে অঙ্গপ্রত্যঙ্গে,
বিষের আস্তরণে বাধাগ্রস্ত প্রবহমান রক্তকণিকা,
মস্তিষ্কের রক্তক্ষরণে ক্ষত-বিক্ষত বিবর্ণ মগজ।
ঝাপসা চক্ষু দৃষ্টি, আকাশের নীলে নেই প্রশান্তি,
অসার শরীরে সঞ্চারিত বিষে নামে অনর্গল ক্লান্তি,
পূর্ণিমা আলোয় গোলাপ গাছটিও স্রেফ বিষবৃক্ষ
গঙ্গাপূজায় গঙ্গাস্নানেও নেই আত্মতুষ্টির লেশ।
মনুষ্য জীবনের কিছু নষ্ট কষ্ট থাকে সংগোপন
তীব্রতর যন্ত্রণা, অতিষ্ট জীবন, তবু নেই সংশোধন।